কেন্দুয়ায় বিসিএস (শিক্ষা) ক্যাডার হলেন আশরাফুল

তিনি সততা ও দক্ষতার সাথে দায়িত্বপালনের মাধ্যমে শিক্ষাখাতের উন্নয়নে নিজেকে নিয়োজিত করতে চান

প্রকাশিত: ৩:৩৮ পূর্বাহ্ণ, আগস্ট ৫, ২০২৩

আমিরুল ইসলামঃ
নেত্রকোণায় কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের পিজাহাতি গ্রামের মোঃ সবুজ মিয়া ওরফে সুগুর মিয়ার ছেলে আশরাফুল আলম (মুকুল) ৪১তম বিসিএস (শিক্ষা) ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।

তিনি ১৭ নং চিকনী সরকারী প্রাথমিক বিদ্যালয় হতে ২০০৩ সালে পঞ্চম শ্রেণীতে ট্যালেন্টপুল বৃত্তি পান। ২০০৮ সালে গড়াডোবা আব্দুল হামিদ বহুমূখী উচ্চ বিদ্যাল্য থেকে মানবিক বিভাগে এসএসসি পরীক্ষায় জিপিএ- ৩.৮১ পেয়ে উত্তীর্ণ হন।

পরে কেন্দুয়া ডিগ্রি কলেজ থেকে ২০১০ সালে মানবিক বিভাগে এইচএসসি পরীক্ষায় জিপিএ- ৪.৪০ পান। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হতে ২০১৪ সালে সমাজকর্ম বিভাগ হতে স্নাতক (সম্মান) সম্পন্ন করেন জিপিএ- ৩.১৫ নিয়ে।

একই বিশ্ববিদ্যালয় হতে ২০১৫ সালে একই বিভাগে (স্নাতকোত্তর) জিপিএ- ৩.৩৫ পেয়ে শিক্ষা জীবন শেষ করেন। উল্লেখ্যঃ তিনি বর্তমানে বাংলাদেশ কৃষি ব্যাংকে কর্মকর্তা পদে কর্মরত।

আশরাফুল আলম মুকুল তার বাবা মায়ের ছয় সন্তানের মাঝে কনিষ্ট। তিনি সততা ও দক্ষতার সাথে দায়িত্বপালনের মাধ্যমে শিক্ষাখাতের উন্নয়নে নিজেকে নিয়োজিত করতে চান। তার পরিবার ও নিজের জন্য দেশবাসীর নিকট দোয়া প্রত্যাশী।