কেন্দুয়ায় বৃদ্ধাকে কুপিয়ে রক্তাক্ত জখম

প্রকাশিত: ৭:৩২ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০২৫

মজিবুর রহমানঃ
নেত্রকোণার কেন্দুয়ায় জমিসংক্রান্ত বিরোধের জেরে আব্দুল হাই নামে এক বৃদ্ধাকে কুপিয়ে মারাত্মক জখম
করেছে প্রতিপক্ষরা।

এঘটনাটি গত রোববার রাতে উপজেলার সান্দিকোনা ইউপির টিপ্রা গ্রামে ঘটে। আহত বৃদ্ধা আব্দুল হাই বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এঘটনায় বৃদ্ধার ছেলে শাহজাহান বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন।

এতে প্রধান আসামী করা হয় সাতবারুকা গ্রামের উসমান গনী ওরফে হক মিয়ার ছেলে সোলেমান কবীর (৩৪) কে। ওই অভিযোগে আরো কয়েকজনকে আসামী রাখা হয়েছে। নিরীহ আব্দুল হাইসহ পরিবারের ওপর হামলা ও মারপিট করার পর মামলা দিয়েও হয়রানি করার অভিযোগ করছেন ভুক্তভোগী আব্দুল হাইয়ের পরিবারের সদস্যরা।

আহত বৃদ্ধা আব্দুল হাইয়ের ছেলে থানায় দায়ের করা অভিযোগে বলেন, তাদের বসতবাড়ির জায়গা নিয়ে প্রতিপক্ষ সোলেমান কবীর গংদের সাথে শত্রুতা চলে আসছিল। এরই জের ধরে গত রোববার (১৬ মার্চ) রাতে আহত বৃদ্ধা আব্দুল হাইয়ের বাড়িতে দেশীয় অস্ত্রাদিতে সজ্জিত হয়ে অতর্কিত হামলা চালায় সোলেমান কবীর গংরা। এসময় গুরুতর আহত হয় বৃদ্ধা আব্দুল হাই।

পরে থাকে প্রথমে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত উন্নত চিকিৎসার জন্য
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন রয়েছেন।

অভিযোগ কারী শাহজাহান মিয়া বলেন, আমরা নিরীহ মানুষ। তারা এলাকার লাঠিয়াল ও দুষ্কৃতি প্রকৃতির লোক। আমাদেরকে তারা নানাভাবে অত্যাচার নির্যাতন করে সবসময়। ঘটনার দিন অতর্কিত হামলা চালায় বাড়িঘরে। এসময় আমার বৃদ্ধ বাবাকে কুপিয়ে মারাত্মক জখম করেছে। এখনো তারা নানাভাবে আমাদেরকে প্রাণনাশের হুমকী ধমকী দিচ্ছে বলেও জানান তিনি।