কেন্দুয়ায় ভাষা শহীদদের প্রতি বিএনপি’র শ্রদ্ধা
মজিবুর রহমানঃ
নেত্রকোণার কেন্দুয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বেলা ৯টার দিকে উপজেলা বিএনপি দলীয় কার্যালয় থেকে জেলা বিএনপি সদস্য সচিব কেন্দ্রীয় বিএনপি নেতা ও নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসন থেকে বারবার ধানের শীষের মনোনয়ন প্রাপ্ত আলহাজ্ব ড. রফিকুল ইসলাম হিলালীর নেতৃত্ব এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে পৌরশহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানায় এবং সংক্ষিপ্ত সমাবেশ করে বিএনপি।
এ সময় কেন্দুয়া উপজেলা বিএনপির সভাপতি মো.জয়নাল আবেদীন ভূঁইয়া, সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূঁইয়া মজনু, পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান,বিএনপি নেতা শফিকুল ইসলাম শফিক,জসিম উদ্দিন খোকন, মোসলেম আহমেদ,গোলাম মোস্তুফা ভূঁইয়া, উপজেলা যুবদলের আহবায়ক মাইনউদ্দিন, উপজেলা কৃষকদলের সভাপতি মাহবুব আলম মহসিন, সাধারণ সম্পাদক লুৎফুর রহমান,উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইউসুফ খান পাঠান,উপজেলা তাঁতীদলের সভাপতি আব্দুর রহমান,উপজেলা ছাত্রদলের আহবায়ক সাইফুল আলম ভূঁইয়াসহ সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলহাজ্ব ড. রফিকুল ইসলাম হিলালী বক্তব্যে বলেন,বিগতদিনে একুশ ফেব্রুয়ারি, বিজয় দিবস ও স্বাধীনতা দিবসে আমাদেরকে যারা শহীদ মিনারে আসতে নিষেধাজ্ঞা দিয়েছিল সৃষ্টিকর্তার কি করুণ বিচার আজ তারাই নিষেধাজ্ঞা কবলে পড়েছে। ভাষা শহীদদের পরিবারের সদস্যরা স্বাচ্ছন্দ্যে যাতে বসবাস করতে সেই ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহবান রাখেন তিনি।
এর আগে একুশের প্রথম প্রহরে উপজেলার কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানায় উপজেলা প্রশাসনের পক্ষে ইউএনও ইমদাদুল হক তালুকদার ও অন্যান্য অফিসারগণ, মুক্তিযোদ্ধা সংসদ, কেন্দুয়া পৌরসভা, কেন্দুয়া প্রেসক্লাব, রিপোর্টার্স ক্লাব,উপজেলা মিডিয়া ক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান।
এছাড়াও উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠান স্বতঃস্ফূর্ত ভাবে দিবস পালিত হয়েছে।