কেন্দুয়ায় মামার হাতে ভাগনেকে খু’নের অভিযোগ 

প্রকাশিত: ৮:১৯ পূর্বাহ্ণ, নভেম্বর ২৪, ২০২৪
প্রতিকি ছবি

মজিবুর রহমান :
নেত্রকোণার কেন্দুয়ায় তুচ্ছ বিষয়ে জেরে মামা হক মিয়ার হাতে হারুন নামে এক ভাগনে খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

এঘটনাটি আজ সন্ধ্যার পর উপজেলার মাসকা ইউপির কান্দাপাড়া গ্রামে ঘটে। নিহত হারুন মিয়া (৩০) কান্দাপাড়া গ্রামের রহিচ উদ্দিনের ছেলে।

নিহতের পরিবার ও স্বজনদের বরাত দিয়ে কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান বলেন, নিহত হারুন ও তার আপন মামা হক মিয়ার বাড়ি একই গ্রামে। তাদের দুই পরিবারের মাঝে বিভিন্ন বিষয়াদি নিয়ে প্রায়শই ঝগড়া বিবাদ লেগে থাকতো। শনিবার বিকালে নিহত হারুন মামার বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় মামাতো ভাইয়ের সাথে কথার কাটাকাটি হয়। এ নিয়ে হক মিয়া গংরা নিহতের বাড়িতে হামলা চালালে হারুন গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হারুন মৃত্যুতে পরিবার ও স্বজনদের শোকের মাতম চলছে। এলাকায়ও শোকের আবহ বিরাজ করছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।