কেন্দুয়ায় মেম্বারের হামলায় যুবক খুন
মজিবুর রহমান :
নেত্রকোণার কেন্দুয়ায় সাবিকুল ইসলাম (২৮) নামে এক যুবক খুন হয়েছে। এঘটনাটি শনিবার (২৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার গন্ডা ইউপির পাহাড়পুর গ্রামে ঘটে।
নিহত যুবক পাহাড়পুর গ্রামে চান মিয়ার ছেলে। নিহতের পরিবারের সদস্যরা জানায়, নিহত সাবিকুলের প্রতিবেশি চাচা তারা মিয়া সাথে জমিসংক্রান্ত বিরোধ চলছিল। স্থানীয় ইউপি সদস্য নুরুল্লাহ তারামিয়ার পক্ষ নিতেন।
এরইমধ্যে সাবিকুলের একটি মোবাইল ফোন দুই বছর পূর্বে খোয়া যায়। পরে ওই মোবাইল ফোনটি উদ্ধারের প্রায় দুই বছর আটকে নুরুল্লাহ মেম্বার। শনিবার রাতে
আবু সাইদ ও রহিমের দোকানে
মোবাইল নিয়ে কথার কাটাকাটির এক পর্যায়ে নুরুল্লাহ মেম্বার দলবল নিয়ে হামলা চালায় সাবিকুলের ওপর। এসময় সাকিকুল ও তার বন্ধু শরীফুল্লাহ গুরুতর আহত হয়। আহতের স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাবিকুলকে ঢাকা মেডিকেল রেফার্ড করেন।
পরে রাতেই তাকে ঢাকা মেডিকেল নেওয়া হয়। সেখানেও তাঁর শারিরীক শারীরিক অবস্থার অবনতি ঘটলে সাবিকুলকে রাজারবাগ বি.এম.কে হাসপাতালে রেফার্ড করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থা আজ রোববার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে মৃত্যুর কুলে ঢলে পড়েন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন ও নিহতের পরিবারের খোঁজখবর নেন উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার ও দ্বায়িত্ব প্রাপ্ত সেনাবাহিনী ক্যাপ্টেন শাহাদাৎ হোসেন। একমাত্র আয়রোজগারকারী পুত্রকে হারিয়ে বাকরুদ্ধ মা-বাবা।
সাবিকুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান জানান, আর যাতে কোনরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্যে ঘটনাস্থল এলাকায় পুলিশ মোতায়েন রাখা হয়েছে।