কেন্দুয়ায় মেশিনের ফিতায় চুল আটকে গৃহবধূর মৃত্যু

প্রকাশিত: ৫:২৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২৩
প্রতিকী ছবি

কেন্দুয়া প্রতিনিধিঃ
নেত্রকোনার কেন্দুয়ায় ধান ভাঙ্গানোর মেশিনের ফিতায় চুল আটকে খোদেজা আকতার (৪৮) নামে এক গৃহবধূর করুন মৃত্যু হয়েছে।

মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে শনিবার সকাল সাড়ে ৭টার দিকে কেন্দুয়া উপজেলার নওপাড়া ইউনিয়নের মাইজকান্দি গ্রামে।

মাইজকান্দি গ্রামের লাল মিয়া জানান, শনিবার সকালে আমি একই গ্রামের বকুল মেম্বারের ধান ভাঙ্গানোর মেশিনে ৩ মণ ধান ভাঙ্গাতে নিয়ে যাই। আমাকে সহযোগিতা করতে আমার স্ত্রী খোদেজা আমার পেছনে পেছনে সেখানে আসেন। ধান ভাঙ্গানোর শেষ পর্যায়ে আমার স্ত্রী মেশিনের নিচ থেকে ধানের কুঁড়া সরিয়ে আনার সময় অসতর্কতার কারণে মেশিনের ফিতায় তার মাথার চুল আটকে খুলির উপরের অংশ ছুটে যায়। তাকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে দ্রুত কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ৮টার দিকে খোদেজাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আলী হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থানায় পুলিশ স্বজনদের কাছে লাশ হস্তান্তর করেন।