কেন্দুয়ায় রওশন ইজদানী একাডেমিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
আমিরুল ইসলাম,স্টাফ রিপোর্টারঃ বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার অন্যতম বিদ্যাবল্লভ গ্রামের প্রয়াত কবি রওশন ইজদানী এঁর স্মৃতি বিজড়িত বিদ্যাপীঠ রওশন ইজদানী একাডেমী (উচ্চ বিদ্যালয়) কর্তৃক আয়োজিত এক বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গত ৫-ই অক্টোবর (বৃহস্পতিবার) সকাল ১১ ঘটিকায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আল আমীন ভুইঁয়ার সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আমিরুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবির, গড়াডোবা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সহকারী প্রধান শিক্ষক ফজলুল হক (সেলিম), রওশন ইজদানী একাডেমির অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষিক (ইংরেজী) এ.কে.এম শহীদুর রহমান, অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) গিয়াস উদ্দিন তালুকদার,অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক (মৌলভী) আব্দুল কাইয়ুম, বিদ্যাবল্লভ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল কদ্দুছ, সাবেক সহকারী শিক্ষক গোলাম মোস্তফা, বায়জিদপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক (ইংরেজী) সুরুজ আলী, শিক্ষক প্রতিনিধি মোহাম্মাদ মাহ্বুবুল ইসলাম (খোকন), কমিটির সদস্য মাসুদ তালুকদারসহ আরও অনেকেই।
এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যাবল্লভ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম তালুকদার, সহকারী শিক্ষক মোস্তাকিম তালুকদার, ম্যানেজিং কমিটির সদস্য আহসান কবির (তাহের),আশরাফুল আলম নয়ন,শিরিন আক্তারসহ শিক্ষক/শিক্ষিকা বৃন্দ, কর্মচারীবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ প্রমূখ।
উল্লেখ যে, ১৯৯৫ সাল থেকে জাতিসংঘের অঙ্গ সংস্থা ইউনেস্কোর সদস্যভুক্ত প্রতিটি দেশে শিক্ষকদের অবদান স্মরণ করার জন্য প্রতি বছর ৫ অক্টোবর দিবসটি পালন করা হয়। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি।
এবার সরকারিভাবে সকল সরকারি প্রাথমিক,মাধ্যমিক স্কুল,কলেজ, বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রেখে বিশ্ব শিক্ষক দিবস পালনের নির্দেশ দিয়েছে সরকার। আর কেন্দ্রীয়ভাবে বিশ্ব শিক্ষক দিবসের অনুষ্ঠান আয়োজিত হয় রাজধানীর ওসমানী মিলনায়তনে পালিত হয়।