কেন্দুয়ায় রওশন ইজদানী একাডেমির অভিভাবক সমাবেশে নতুন কারিকুলাম ট্রান্সক্রিপ্ট বিতরণ
আমিরুল ইসলামঃ নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার রওশন ইজদানী একাডেমির শিক্ষা মানোন্নয়ন,বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতকরন, নতুন কারিকুলাম ষষ্ঠ ও সপ্তম শ্রেণির ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ণ শেষে ট্রান্সক্রিপ্ট বিতরণ এবং অষ্ঠম,নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের ফলাফল উন্নীত করার লক্ষ্যে এক অভিভাবক সমাবেশ আজ ৩১ আগস্ট (বৃহস্পতিবার) আয়োজন করা হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.জাহাঙ্গীর কবির এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আমিরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন পূবাইল বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক এডহক কমিটির সভাপতি মেহেদী হাসান (মুজিব), বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আহসানুল কবির তাহের (মাস্টার),আশরাফুল আলম নয়ন,মাসুদ তালুকদার,শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ মাহবুবুল ইসলাম(খোকন), অবসরপ্রাপ্ত পুলিশ আবুল হাসেম এবং আমিনুল হক খলিল প্রমূখ। উক্ত অনুষ্ঠানে সকল শিক্ষক/শিক্ষিকাবৃন্দ, অভিভাবকবৃন্দ,আমন্ত্রিত অতিথি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সকলের উপস্থিতিতে নতুন কারিকুলামের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির ষান্মাসিক সাময়িক সামষ্টিক মূল্যায়ণ করে ট্রান্সক্রিপ্ট বিতরণ ও অন্যান্য শ্রেণির সাময়িক ফলাফল প্রকাশ করা হয়। এর পূর্বে নতুন কারিকুলাম নিয়ে ষষ্ঠ ও সপ্তম শ্রেণি শিক্ষার্থীরা “জীবনের লক্ষ্য নির্ধারণের যোগ্যতাই একমাত্র বিবেচ্য বিষয়” শীর্ষক এক বির্তক অনুষ্ঠানে অংশগ্রহণ করে।