কেন্দুয়ায় শত্রুতার জেরে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
মজিবুর রহমার:
নেত্রকোণার কেন্দুয়ায় রাতের আধারে দুবৃত্তরা বিষ দিয়ে ফিসারী পুকুরের মাছ নিধনের অভিযোগ উঠেছে ।
এঘটনাটি গতকাল বুধবার (২৫ ডিসেম্বর) ভোর রাতে কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের আমতলা গ্রামে ঘটেছে।
এতে মৎস্যচাষী মজিবুর রহমানের প্রায় ১৫ থেকে ২০ লাখ টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবী করছেন ভুক্তভোগী পরিবারটি।
গত কয়েকদিন আগে একই গ্রামের সবুজ মিয়ার পুকুরেও এধরণের ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানায়, কয়েক মাস পূর্বে তাদের ৬০ শতক পুকুরটিতে পাবদা মাছে সাথে দেশীয় প্রজাতির মাছ চাষ করেছিলেন। ইতিমধ্যে মাছগুলো বিক্রয়ের জন্য পাইকারদের সাথা কথাবার্তা চলছিল। এরমধ্যে পুকুরে বিষ প্রয়োগের ঘটনা ঘটে। পূর্বশত্রুতার জেরে এঘটনাটি ঘটিয়েছে দাবী ভুক্তভোগী মৎস্যচাষী মজিবুর রহমানের। এতে প্রায় ১৫ থেকে ২০ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয়রা এঘটনার তীব্র নিন্দা জানায়। সেই সাথে দুষ্কৃতকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবীও জানান। এধরণের ঘটনা যারাই ঘটিয়েছে তাদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমুলক শাস্তি দাবী জানান
স্থানীয় ইউপি সদস্য বাচ্চু মিয়া। কেন্দুয়া থানার ওসি বলেন,ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগী পরিবার লিখিত অভিযোগ করলে আইনগত সহায়তা করা হবে।