কেন্দুয়ায় শ্বশুরবাড়ি থেকে যুবক ও মামার বাড়ি থেকে কিশোরের লাশ উদ্ধার

প্রকাশিত: ৫:২৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২৪
প্রতিকি ছবি

মজিবুর রহমান :
নেত্রকোণার কেন্দুয়ায় পৃথক স্থানে শ্বশুরবাড়ি থেকে ইমরান (২৫) নামে এক যুবকের ও মামার বাড়ি থেকে
সাকিব ভূঁইয়া (১৭) নামে কিশোরের লাশ উদ্ধার করেছে কেন্দুয়া থানার পুলিশ।

এঘটনাটি উপজেলার চিরাং ইউপির চিরাং গ্রামে ও পাইকুড়া ইউপির নওপাড়া গ্রামে ঘটে। এই দু’টি ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হযেছে।

কেন্দুয়া থানা সুত্রে জানা গেছে, নওপাড়া ইউপির দুর্গাপুর গ্রামের বাসিন্দা শহীদ মিয়ার ছেলে নিতহ ইমরান গত ১৪ সেপ্টেম্বর শ্বশুরবাড়ি চিরাং গ্রামের ওয়াদুদ মিয়ার বাড়িতে বেড়াতে যায়। ১৫ সেপ্টেম্বর রাত ১০ টার দিকে খাবার খেয়ে বারান্দা রুমে শুয়ে পড়েন। পরদিন সকাল ৯ বেজে গেলেও ঘুম থেকে ইমরান না উঠায় শ্বশুরবাড়ির লোকজন ডাকাডাকির এক পর্যায়ে বেড়ার ফাঁক দিয়ে দেখেন ইমরান ঝুলে রয়েছেন।পরে থানায় খবর দিলে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা মর্গে পাঠিয়েছে।

অপরদিকে নিহত কিশোর সাকিব ভূঁইয়া (১৭) দীর্ঘদিন ধরে পাইকুড়া ইউপির নওপাড়া গ্রামে মামার বাড়িতে বসবাস করতো। ঘটনার দিন (১৫ সেপ্টেম্বর) রোববার সন্ধ্যা ৬ টার দিকে পুকুরের মটর পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে কেন্দুয়া হাসপাতালে নেওয়ার পথে সাকিবের মৃত্যু হয়। নিহত সাকিব ভূঁইয়া মোজাফরপুর ইউপির মোজাফরপুর গ্রামের মোখলেছুর রহমানে ছেলে।