কেন্দুয়ায় ষাঁড়ের লড়াইয়ের মাধ্যমে জমজমাট জুয়ার আসর
মজিবুর রহমান :
নেত্রকোণার কেন্দুয়ায় ষাঁড়ের লড়াইয়ের মাধ্যমে জমজমাট জুয়ার আসর চলছে। প্রতিদিন কোন না কোন স্থানে এসব জুয়ার আসর বসানো হচ্ছে।
আর এই জুয়া আয়োজনের সাথে স্থানীয় জুয়ারিসহ স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও জড়িত থাকার অভিযোগ উঠেছে।
সুত্র জানায়, গত কিছুদিন ধরে কেন্দুয়া পৌরশহরসহ কেন্দুয়া উপজেলার দলপা,সান্দিকোনা, মোজাফরপুরসহ বিভিন্ন স্পটে ষাঁড়ের লড়াইয়ের নামে জুয়ার আসর বসাচ্ছে জুয়াড়িরা। কৌশলে সূর্য্য উঠার সাথে সাথে কিংবা সন্ধ্যা পূর্ব মুহুর্তে এসব জুয়া অনুষ্ঠিত হয়। এতে স্থানীয়সহ আশেপাশের উপজেলার হাজার হাজার জুয়াড়িদের আগমন ঘটে।
গত রোববার সকালে মোজাফরপুর ইউপির বটতলা এলাকার আশ্রয়ণ প্রকল্প মাঠে নেত্রকোণার সদর এলাকার জৈনক ব্যক্তির ও তাড়াইল উপজেলার জৈনক ব্যক্তির ষাঁড় গরু দিয়ে কোটি কোটি টাকার জুয়া খেলা হয়।
ব্যাপক সমালোচনা হয় এই জুয়ার আয়োজন নিয়ে। একদিন যেতে না যেতেই গতকাল সোমবার বিকালে পৌরশহরের ওশেরপুর মহল্লায় ষাঁড়ের লড়াই আয়োজন করে জুয়াড়িরা।
খবর পেয়ে কেন্দুয়া থানা পুলিশ হানা দিলে জুয়ার আসর পন্ড হয়ে যায়। এসব জুয়ারীদের সাথে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও জড়িয়ে পড়ার অভিযোগ ওঠেছে।
এপ্রসঙ্গে কেন্দুয়া থানার জৈনক কর্মকর্তা তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেন এবং এসব অভিযোগ অহেতুক বলেও তিনি জানান। তিনি আরো জানান, মোজাফরপুর ইউনিয়নটি পেমই তদন্ত কেন্দ্রের অধীনে। ওইখানের তিনি যাবেন কিভাবে এমন প্রশ্ন রাখেন প্রতিবেদকের কাছে।
জুয়া আয়োজনের নিজের কোন ধরণের সম্পৃক্তা নেই জানিয়ে পেমই তদন্ত কেন্দ্রের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, সকাল বেলা কে বা কারা এই আয়োজন করেছে তাঁর জানা নেই। এসব লড়াই প্রত্যন্ত অঞ্চলে হয় এবং ১০/১৫ মিনিট স্থায়িত্ব হয়। খবর পেয়ে আমাদের লোক যেতে যেতেই জুয়ারি চলে যায়।
এপ্রসঙ্গে কেন্দুয়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিম জানান, ষাঁড়ে লড়াই এলাকার ঐতিহ্য ছিল। যখন এরমধ্যে জুয়া ঢুকেছে তখন প্রশাসন কঠোর হয়েছে। দীর্ঘদিন ধরে ষাঁড়ের লড়াই দিয়ে জুয়া খেলা বন্ধ ছিল। সম্প্রতি এই জুয়া খেলা এলাকায় মাত্রাতিরিক্ত বেড়েছে। জুয়াড়ি ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মিলেমিশে এই আয়োজন করা হয়েছে এই আলোচনা এখন সর্বত্রই। যারা এইসব অপকর্মের সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে জোর দাবী জানান তিনি।