কেন্দুয়ায় সড়কে ব্যারিকেড দিয়ে ডাকাতি : আহত-৪

প্রকাশিত: ৬:২৯ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২৫

মজিবুর রহমান :
নেত্রকোণার কেন্দুয়ায় সড়কে গাছ ফেলে ব্যারিকেড দিয়ে দুদর্ষী ডাকাতি সংঘটিত হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারি) দিবাগত গভীর রাতে কেন্দুয়া-নেত্রকোনা আঞ্চলিক মহাসড়কের নোয়াদিয়া এলাকায় এঘটনা ঘটে। এসময় ডাকাতদলের হামলায় আহত হয়েছে অন্তত চারজন।

সুত্র জানিয়েছে, শুক্রবার (১৭ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে ১০/১৫ একটি সংঘবদ্ধ ডাকাতদল ঘটনাস্থলে গাছ ফেলে রাস্তায় ব্যারিকেড সৃষ্টি করে যানবাহনের গতিরোধ করে চালক ও যাত্রীদের অস্ত্রে মূখে জিম্মি করে তাদের কাছ থেকে নগদ অর্থ, মোবাইল ফোন, মোটরসাইকেল ও অন্যান্য মূল্যবান সামগ্রী লুটে নিয়ে যায়। এসময় কয়েকটি ট্রাক, সিএনজি ও মোটরসাইকেলের যাত্রী ও চালক ডাকাতদের কবলে পড়ে সর্বস্ব খোয়াইয়াছেন।

ঘটনার পরপর আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বেড়েছে। এব্যাপারের কেন্দুয়া ওসি (তদন্ত) ওরম কাইয়ুম বলেন,ঘটনার খবর পাওয়ার পরপরেই ঘটনাস্থলে যাই। মনে হচ্ছে কোন চাঁদাবাজী চক্রের এঘটনাটি ঘটিয়েছে। বিষয়টি খুবই গুরুত্বসহকারে দেখছেন বলেও জানান তিনি।