কেন্দুয়া প্রতিনিধিঃ
নেত্রকোণার কেন্দুয়ায় প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের ঘটনায় ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
মঙ্গলবার রাতে নির্যাতিত স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ২০০০ ( সংশোধিত ২০০০) তদসহ ৫০৬ পেনালকোড আইনে দায়ের করেন।
মামলায় প্রধান আসামীরা করা হয়েছে সান্দিকোনা ইউপির হরিগাতী মাইজহাটি হারুন মিয়ার ছেলে মোঃ হবি মিয়া (১৯)।
অন্যরা হলেন প্রধান আসামীর পিতা মোঃ হারুন মিয়া) (৬০), ভাই মোঃ রবি মিয়া (২৫),চাচা জুলহাস মিয়া (৫০), সুলতান মিয়া (৪০)।
মামলা অভিযোগে বাদী বলেন, বিবাদীরা তার প্রতিবেশি। তার পঞ্চম শ্রেণি পড়ুয়া মেয়ে (ভিকটিম) গত ৮ মার্চ ইফতারের পর বসতঘরের পেছনে বাথরুমে যায়। বাথরুম থেকে বের হতেই প্রধান আসামী হবি মিয়া ভিকটিমকে জাবরিয়ে ধরে টেনে হেচরে জঙ্গলে নেওয়া চেষ্টা করে।
এসময় ভিকটিমের সাথে থাকা ছোট বোনের ডাকচিৎকারে তার মা ছুটে হবি মিয়া পালিয়ে যায়। এদিকে ঘটনাটি জানাজানি হলে ক্ষুব্ধ জনতা ঘটনার একদিন পরে বিবাদীদের বসতঘরে তালা ঝুলিয়ে দেয়। তালা লাগানোর সময় দুটি গরু নিয়ে গেছে দাবী করছে বিবাদী পক্ষ।
অপরদিকে ঘটনাটি ধামাচাপা দেওয়ারও জোর চেষ্টা হয়। মামলা দায়ের বিষয়টি নিশ্চিত করে কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান বলেন,আসামীদের ধরতে এলাকায় অভিযান অব্যাহত রয়েছে।
ইমেরিটাস এডিটরঃ দিলওয়ার খান
সম্পাদক ও প্রকাশকঃ মুহা. জহিরুল ইসলাম অসীম
বার্তা সম্পাদকঃ শরীফা অসীম বর্ষা
অস্থায়ী কার্যালয় : এআরএফবি ভবন, ময়মনসিংহ রোড, সাকুয়া বাজার, নেত্রকোণা সদর, ২৪০০
ফোনঃ ০১৭৩৫ ০৭ ৪৬ ০৪, বিজ্ঞাপন: ০১৬৪৫ ৮৮ ৪০ ৫০
ই-মেইলঃ netrokonajournal@gmail.com
©২০২০-২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত