কেন্দুয়ায় স্মার্ট কার্ড নিতে গিয়ে স্বর্ণের চেইন খোয়ালেন ৮ নারী

প্রকাশিত: ৮:১৩ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০২৪

মজিবুর রহমান:
নেত্রকোণার কেন্দুয়ায় স্মার্ট কার্ড (জাতীয় পরিচয়পত্র) নিতে গিয়ে ৮ নারী গলার স্বর্ণের চেইন খোয়ানোর খবর পাওয়া গেছে। শখের চেইন হারিয়ে কান্নায় ভেঙে পড়েন নারীরা। এঘটনাটি এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়।

রোববার (২০ অক্টোবর) দুপুরে উপজেলার মোজাফরপুর ইউনিয়নের গগডা উচ্চ বিদ্যালয়ে এই কান্ড ঘটে।

ক্ষতিগ্রস্ত নারীদের বরাত দিয়ে কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান জানান, মোজাফরপুর ইউপির স্মার্ট কার্ড বিতরণের কাজ চলছে গগডা উচ্চ বিদ্যালয়ে। সেখানে নারীদের লাইনে ধাক্কা ধাক্কিতে কয়েকজন নারীর গলা থেকে স্বর্ণের চেইন খোয়া গেছে দুপুরে থানায় এসে ক্ষতিগ্রস্ত নারীরা জানানোর পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তারা লিখিত অভিযোগ দিলে আইনগত সহায়তা করা হবে বলেও জানান তিনি।

গলা থেকে স্বর্ণের চেইন খোয়া গেছে মোজাফরপুর ইউপির হারুলিয়া গ্রামের এমন তিন নারীর সাথে কথা হয়েছে প্রতিবেদকের। মাহফুজা আক্তার জানান, লাইনে দাঁড়িয়ে স্মার্ট কার্ড নিয়ে রাস্তার পাশেই অটোরিকশা উঠে শুনতে পায় এক নারীর গলার চেইন চুরি হয়েছে। এই কথা শুনে নিজের গলায় হাত দিয়ে দেখেন তার গলার চেইনও নেই।

একই গ্রামের নাজমুন নাহার ও মর্জিনা জানান, তাঁদের পড়নে হিজাব থাকার পরেও কেমনে চেইন খোয়া গেছে বুঝতেই পায়নি। তারাও অন্য মহিলাদের চেইন নিয়ে গেছে শুনতে পেয়ে গলায় হাত দিয়ে দেখেন তাদের গলার চেইনও নেই।

তারা জানান ৮ জন মহিলার গলা থেকে স্বর্ণের চেইন নিয়ে গেছে বলে এ পর্যন্ত জানতে পেরেছি। তবে এর সংখ্যা আরো বাড়তে পারে বলেও ধারণা করেন তিনি। কারণ হিসেবে তিনি জানান, অনেকেই বাড়িতে গিয়ে জানতে পারেন তার গলার চেইন নেই। তাৎক্ষণিক বিষয়টি দ্বায়িত্বরত কর্মকর্তাদের জানালেও এ বিষয়টি কেউ আমলে নেয়নি বলেও অভিযোগ করেন তারা। তাদের ধারণা কেউ কোন একটি চোর/প্রতারক চক্র এনে এই সর্বনাশের ঘটনাটি ঘটিয়েছে।

এব্যাপারে কথা হলে উপজেলা নির্বাচন কর্মকর্তা হাবিবুর রহমান জানান, তিনি এ বিষয়টি জানেন না। খোঁজ নেবেন। নারীদের এব্যাপারে আগেই সতর্ক করা হয় বলেও জানান তিনি।