কেন্দুয়ায় হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
মজিবুর রহমান:
নেত্রকোণার কেন্দুয়া উপজেলার পিজাহাতি গ্রামে দু’পক্ষে সংঘর্ষে ইনছান মিয়া (৬২) হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে র্যাবের একটি টিম অভিযান চালিয়ে ময়মনসিংহের গৌরীপুর এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে থানা পুলিশের কাছে হস্তান্তর করে র্যাব।
গতকাল শুক্রবার ধৃত আসামীদেরকে নেত্রকোণা আদালতে সোপর্দ করে কেন্দুয়া থানার পুলিশ।
গ্রেপ্তারকৃত হলো হত্যার মামলা ২নং আসামী এস এম আতিক ও ৩ নং আসামী হারুন মিয়া।
সুত্র জানায়, গত ৩০ জুলাই বিকালে পিজাহাতি গ্রামে আধিপত্য বিস্তার ও রাস্তা নির্মাণের অভিযোগকে কেন্দ্র করে দুই পক্ষে সংঘর্ষে আহত হয়ে ইনচান মিয়া (৬০) নামে এক ব্যক্তি মারা যায়। এঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে ৫০ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। ওই দুই আসামীকে গ্রেপ্তার বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই ফরিদ আহমেদ।