কেন্দুয়ায় ১১ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ

প্রকাশিত: ৪:৩২ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০২৪

মজিবুর রহমান:
নেত্রকোণার কেন্দুয়ায় ১৩ ইউনিয়ন পরিষদের মধ্যে ১১ ইউনিয়নে প্রশাসক নিয়োগ করেছে উপজেলা প্রশাসন।

আজ বুধবার (২৭ নভেম্বর) জেলা প্রশাসক বনানী বিশ্বাসের স্বাক্ষরিত এক আদেশে ১১ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ প্রদান করা হয়।

আদেশে বলা হয়েছে নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যাগণের বিরুদ্ধে আদালতে মামলা রুজু হয়েছে এবং গ্রেফতার এড়াতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ আত্মগোপনে রয়েছেন। প্যানেল চেয়ারম্যানগণের মধ্যে অন্তর্দ্বন্দ্ব বিদ্যমান থাকায় ইউনিয়ন পরিষদ প্রদত্ত সাধারণ কাঙ্খিত নাগরিক সেবা হতে সেবা গ্রহিতারা বঞ্চিত হচ্ছেন।

স্থানীয় সরকার ইউপি-১ শাখা এর ১৯/০৮/২০২৪ খ্রি. তারিখের ৬৮৪ নং পরিপত্রের আলোকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ধারা ১০১ ও ১০২ প্রয়োগপূর্বক কেন্দুয়া উপজেলার ১১ (এগার)টি ইউনিয়ন পরিষদে প্রশাসনিক ক্ষমতা দেওয়া হলো বলাইশিমূল ইউনিয়নে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান। আশুজিয়া ইউনিয়নে উপজেলা সমাজসেবা অফিসার মোঃ ইউনুস রহমান, মোজাফরপুর ইউনিয়নে উপজেলা সমবায় অফিসার মো.কামরুজ্জামান চৌধুরী, কান্দিউড়া ইউনিয়নে উপজেলা কৃষি অফিসার মো. হুমায়ুন দিলদার, সান্দিকোনা ইউনিয়ন পরিষদে উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ নুরুজ্জামান,রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রহিমা আক্তার,গড়াডোবা ইউনিয়নে উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর আসাদুজ্জামান ভুইয়া, মাসকা ইউনিয়নে উপজেলা প্রকৌশলী মোঃ আল আমিন সরকার, চিরাং ইউনিয়নে উপজেলা সহকারী শিক্ষা অফিসার মীর্জা মোহাম্মদ, দলপা ইউনিয়নে উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ আবুল কাশেম, পাইকুড়া ইউনিয়নে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আজিজুর রহমান। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও আদেশে উল্লেখ করা হয়।