কেন্দুয়ায় ২০ শিক্ষক-কর্মচারীকে শোকজ

প্রকাশিত: ২:৩২ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০২৪

মজিবুর রহমান:
নেত্রকোণার কেন্দুয়ায় এক মাদ্রাসার ২০ শিক্ষক-কর্মচারীকে শোকজ করা হয়েছে। এঘটনাটি কেন্দুয়া উপজেলার মনকান্দা এম.ইউ.আলিম মাদ্রাসায় ঘটেছে।

গত ২১ আগস্ট মাদ্রাসায় লাগাতার অনুপাস্থিতির জন্য তাদেরকে এই কারণ দর্শানো নোটিশ দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইমদাদুল হক তালুকদার। ওই নোটিশের অনুলিপি সংশ্লিষ্ট দপ্তর ও জেলা প্রশাসকের অবগতি জন্য পাঠানো হয়েছে।

নোটিশে কর্তৃপক্ষের অনুমিত ছাড়া মাদ্রাসায় অনুপস্থিতর জন্য কেন বেতনভাতা কর্তন এবং শৃঙ্খলা পরিপন্থী আচারণের জন্য যথাযথ কতৃপক্ষ আপনার বিরুদ্ধে বিধি মোতাবেক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে না এর সন্তোষজনক জবাব দিতে পাঁচ কর্মদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

সুত্র জানায়, গত ১৮ আগস্ট আকস্মিক ভাবে মাদ্রাসায় পরিদর্শনে যান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইমদাদুল হক তালুকদার। এসময় শোকজপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী কেউ মাদ্রাসায় উপস্থিত ছিলেন না। পাঠদান বিষয়ে খবর নিতে পরেরদিন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে মাদ্রাসায় পাঠায় ইউএনও।

ওইদিনও শোকজপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী কেউ মাদ্রাসায়। এসময় উপস্থিত শিক্ষার্থীরা লিখিত ভাবে জানায় শোকজপ্রাপ্তরা গত ৩০ জুলাই থেকে মাদ্রাসায় অনুপস্থিত রয়েছেন।

শোকজ প্রাপ্তরা হলেন, মাদ্রাসার প্রেন্সিপাল এম মুহিবুল্লাহ, ভাইস প্রেন্সিপাল নুরুল ইসলাম,সহকারী অধ্যাপক ওয়ালী উল্লাহ, আলতাব হোনেন, আব্দুল মোক্তাদির,প্রভাষক মনিরুল হক, জাকির হোসেন,সহকারী শিক্ষক রবিউল ইসলাম, আতাউর রহমান, সহকারী রফিকুল ইসলাম, মাহবুবা সুলতানা, মৌলভী ওয়ালী উল্লাহ, আবুল কায়েস,এবতেদায়ী প্রধান শিক্ষক নাজমুন্নাহার, লাইব্রেরিয়ান আল মামুন, কম্পিউটার ল্যাব অপারেটর ইমরান খান, অফিস সহকারী আমিনুল ইসলাম, এনায়েত উল্লাহ, আমির হামজা, অফিস সহায়ক মুসলিম উদ্দিন ও নিরাপত্তা কর্মী আবু সামাদ।