কেন্দুয়ায় ৩দিন ধরে যুবক নিখোঁজ, দাবী পরিকল্পিত গুম : পরিবারের আহাজারি
মজিবুর রহমান:
নেত্রকোনার কেন্দুয়ায় নূরুল আমিন নূরু (৪০) নামে এক যুবক ৩দিন ধরে নিখোঁজ রয়েছেন। নুরুল আমিন নূরু উপজেলার রোয়াইলবাড়ি ইউপির আমতলা গ্রামের হাজী শামসুদ্দিনের ছেলে।
পরিবারের সদস্যরা দাবী করছেন তাকে পরিকল্পিত খুন করে গুম করা হয়েছে। সুত্র জানায় গত সোমবার (১৭ মার্চ) রাত ১২টার পরে বোরোধান ক্ষেতে সেচ দিচ্ছিলেন নিখোঁজ নূরুল আমিন নূরু।
এসময় বাড়ি থেকে নুরুকে ডেকে নেয় প্রতিবেশি সিদ্দিক ভূঞার ছেলে রবিকুল ইসলাম। এরপর থেকে নূরুর আর বাড়িতে ফিরে আসেনি। রাতে পরিবারের লোকজন সম্ভাব্য স্থানে খুঁজাখুঁজি শুরু করেন।
পরেরদিন সারাদিন খুঁজাখুঁজি করে না পেয়ে রাতে থানায় একটি জিডি করেছেন। এরপর থেকে পরিবার-স্বজনসহ আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক তৎপরতা চালিয়ে নুরু’র কোন হদিস মেলেনি।
পরিবার সদস্যরা এখন নিয়মিত মামলা দায়ের প্রস্তুতি নিচ্ছে বলেও সুত্র জানায়। নিখোঁজ হওয়ার পর থেকে পরিবার ও স্বজনদের মাঝে বইছে শোকের মাতম। গ্রামের একটি পরিবারের সাথে তার দ্বন্দ্ব ছিল। অভিযোগের তীর তাদের দিকে।
নুরু’র পরিবারের সদস্যরা দাবী করছেন, গ্রামের একটি পরিবারের সাথে তার শত্রুতা রয়েছে। প্রতিবেশি সিদ্দিক ভূঞার ছেলে রবিকুল ইসলাম মাধ্যমে ডেকে নিয়ে পরিকল্পিত ভাবে তাকে খুন করে মৃতদেহ গুম করা হয়েছে।
এব্যাপারে কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান জানান, নিখোঁজের বিষয়টি আমরা নানাভাবে তৎপরতা চালাচ্ছি। এখন পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।