
মজিবুর রহমান :
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় এসএসসিতে পাশের হার ৮৮.৮৮, দাখিল ৯৩.২১, কারিগরিতে ৮৯.৬৭ শতাংশ।
এবারের এসএসসি পরীক্ষায় ৩টি উচ্চ বিদ্যালয় ও ৫টি দাখিল মাদরাসা শতভাগ পাশ করেছে। উপজেলার ৫২টি বিদ্যালয় থেকে ৩ হাজার ৩৭২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ২ হাজার ৯৯৭ জন শিক্ষার্থী পাশ করেছেন।
দাখিলে ১৭টি মাদ্রাসা থেকে পরীক্ষা অংশ নেয় ৬৭৮ জন ও পাশ করেছেন ৬৩২ জন শিক্ষার্থী। ভোকেশনাল (কারিগরি) প্রতিষ্ঠান থেকে ৪৬৬ অংশ নিয়ে পাশ করেছে ৪১৮ জন।
উপজেলায় এসএসসিতে ৪৩০ ও দাখিলে ২১ জন, এবং ভোকেশনালে ৪৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।
শতভাগ পাশ করা শিক্ষাপ্রতিষ্ঠান গুলো হলো জল্লী উচ্চ বিদ্যালয়, বৈশ্য পাট্টা মডেল একাডেমী, হাসিনা সাহিদ উচ্চ বিদ্যালয়, কৈলাটী ফতেপুর দাখিল মাদ্রাসা, শিবপুর বাউশারী দাখিল মাদ্রাসা, ওয়াই হাফিজিয়া দাখিল মাদ্রাসা, রোয়াইলবাড়ি ফাজিল মাদ্রাসা, গন্ডা ইসলামীয়া ফাজিল মাদ্রাসা।
কেন্দুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, এবার এসএসসি ও দাখিল পরীক্ষায় ৪ হাজার ৫১৬ জন অংশ নিয়ে ৪ হাজার ৪৭ জন পাশ করেছেন। এরমধ্যে ৫০০ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।