মজিবুর রহমান :
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নেত্রকোণা জেলা বিএনপি সদস্য সচিব ড.রফিকুল ইসলাম হিলালী নিজ নির্বাচনী এলাকা নেত্রকোণা-৩ আসনের কেন্দুয়া-আটপাড়া উপজেলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন।
গতকাল বৃহস্পতিবার ও আজ শুক্রবার বিকাল থেকে মধ্যরাত পর্যন্ত স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি দুই উপজেলার বিভিন্ন স্থানের ৩৫টি পূজামণ্ডপ পরিদর্শন ও পূজারীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন।
এসময় তিনি বলেন, বাংলাদেশ হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এদেশের মানুষ কারোর বিপদে ধর্মীয় বিবেচনায় বসে থাকে না, এগিয়ে যায়। সব ধর্মের মানুষ আমরা এক পরিবারের মতই বসবাস করি। তাই সকল ধর্মের মানুষের বাঁচার ও ধর্মীয় উৎসব পালনের অধিকার আছে। ধর্ম যার যার,দেশটা সবার। আমাদের মধ্যে কোনো মতবিরোধ নেই।
তিনি আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের নির্দেশে দেশের সকল পূজা মণ্ডপে শান্তি-শৃঙ্খলা রক্ষায় কাজ করছে বিএনপি। উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীরা যেন তাদের ধর্মীয় উৎসব পালন করতে পারে সে বিষয় বিএনপি সজাগ রয়েছে।
এসময় তার সঙ্গে ছিলেন কেন্দুয়া উপজেলা বিএনপি সভাপতি জয়নাল আবেদীন ভূঁইয়া, সাধারণ সম্পাদক মজিবুর রহমান মজনু, পৌর বিএনপি সভাপতি খোকন আহমেদ, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান,বিএনপি নেতা শফিকুর রহমান শফিক, আটপাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক মাসুম চৌধুরী, সদস্য সচিব খসরু আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, বিএনপি নেতা তৌছিফুল ইসলাম খান, যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেনসহ কেন্দুয়া ও আটপাড়া উপজেলার বিএনপি-অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।
ইমেরিটাস এডিটরঃ দিলওয়ার খান
সম্পাদক ও প্রকাশকঃ মুহা. জহিরুল ইসলাম অসীম
বার্তা সম্পাদকঃ শরীফা অসীম বর্ষা
অস্থায়ী কার্যালয় : এআরএফবি ভবন, ময়মনসিংহ রোড, সাকুয়া বাজার, নেত্রকোণা সদর, ২৪০০
ফোনঃ ০১৭৩৫ ০৭ ৪৬ ০৪, বিজ্ঞাপন: ০১৬৪৫ ৮৮ ৪০ ৫০
ই-মেইলঃ netrokonajournal@gmail.com
©২০২০-২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত