কেন্দুয়া চাঞ্চল্যকর হত্যা মামলার ২৪ ঘন্টায় মূল আসামি গ্রেফতার
কেন্দুয়া সংবাদদাতাঃ
নেত্রকোণা জেলার কেন্দুয়া থানার চাঞ্চল্যকর বাদশা হত্যা কান্ডের মূল আসামি সরোয়ার ওরফে সারু(২২)কে মামলা রুজুর ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৩০ অক্টোবর) তথ্যপ্রযুক্তির সহায়তায় সারু-কে গাজীপুর জেলার কাশিমপুর এলাকা হতে গ্রেপ্তার করে কেন্দুয়া থানার এসআই আব্দুল জলিল এর নেতৃত্বে একটি অভিযানিক দল।
পুলিশ সূত্রে জানা যায়, কেন্দুয়া উপজেলার ছয়দুন তবিয়ারগাতি গ্রামে বাচ্চাদের ব্যাডমিন্টন খেলার সময় রাজাকুন (১২) নামের এক ছেলের ব্যাট রাকিব (৮) নামের এক ছেলের চোখে লাগলে রাকিব চোখে আঘাত পায়। পরে উক্ত ঘটনাকে কেন্দ্র করে উভয় পরিবারের মধ্যে গত রোববার (২৯ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে মারামারির ঘটনা ঘটে। রাজাকুন এর পরিবারের লোকজন ধারালো অস্ত্র দিয়ে আহত রাকিবের পরিবারের সদস্য আশরাফুল বাদশা (১৮)কে গুরুতর জখম করে। পরবর্তীতে আশরাফুলকে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করে।
এ খুনের ঘটনায় নিহতের পরিবার থানায় সোমবার কেন্দুয়া থানায় একটি মামলা দায়ের করলে তথ্যপ্রযুক্তির সহায়তায় মামলার মূল আসামি সরোয়ার ওরফে সারু গাজীপুর জেলার কাশিমপুর এলাকা হইতে মামলার রুজুর ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করেন।
পরে আসামীকে জিজ্ঞাসাবাদে সে হত্যাকাণ্ডের ঘটনা স্বীকার করেন এবং বিজ্ঞ আদালতে নিজেকে জড়িয়ে কার্যবিধি ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেন।