কেন্দুয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্ব সভাপতি সেকুল সম্পাদক সেলিম
কেন্দুয়া প্রতিনিধিঃ
নেত্রকোণার কেন্দুয়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকালে প্রেসক্লাব হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সর্বসম্মতিক্রমে সভাপতি পদে সিনিয়র সাংবাদিক মো.সেকুল ইসলাম খান ও সাধারণ সম্পাদক পদে দৈনিক জননেত্র পত্রিকার ভ্রাম্যমাণ প্রতিনিধি কবি ও গীতিকার আব্দুল হাই সেলিমকে নির্বাচিত করা হয়।
সম্মেলনে প্রথম পর্ব সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি সৈয়দ আব্দুল ওয়াহাব ও দ্বিতীয় সভাপতিত্ব করেন আশরাফ উদ্দিন ভূঁইয়া। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনও ইমদাদুল হক তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসিল্যান্ড মো. মাহমুদুল হাসান, ওসি মিজানুর রহমানসহ প্রেসক্লাব নেতৃবৃন্দ ও কর্মরত সাংবাদিকবৃন্দ প্রমূখ।
প্রেসক্লাবের নতুন নেতৃত্বে খবর ছড়িয়ে পড়লে শুভাকাঙ্ক্ষী, সুধীমহলসহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।