কেন্দুুয়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান

প্রকাশিত: ২:১৬ অপরাহ্ণ, জুন ২, ২০২৪

মজিবুর রহমানঃ
নেত্রকোণার কেন্দুুয়া উপজেলার রোয়াইলবাড়ি ইউপির আমতলা কোনাপাড়া গ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে আর্থিক অনুদান প্রদান করেছে “ফাইভ ব্রাদার্স সোসাল ওয়েলফেয়ার এসোসুয়েশন”।

গতকাল রোববার দুপুরে এ অনুদানের টাকা ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় স্থানীয় ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান আকন্দ, ফাইভ ব্রাদার্স সোসাল ওয়েলফেয়ার এসোসুয়েশনের প্রেসিডেন্ট মো. মুখলেছুর রহমান ভূঁইয়া, ডিরেক্টর মো. সিদ্দিকুর রহমান ভূঁইয়া, ম্যানেজিং ডিরেক্টর মো. সাইদুর রহমান ভূঁইয়া (নয়ন), ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.হারুন অর রশিদ,ইউপি সদস্য আব্দুল জব্বার বাচ্চু, সাবেক ইউপি সদস্য তাজুল ইসলাম, পল্লী চিকিৎসক হাবিবুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১২ মে গভীর রাতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়ে আমতলা কোনাপাড়া গ্রামের বাসিন্দা আব্দুর রহমানের তিন ছেলে জসিম উদ্দিন, শাহাম উদ্দিন ও রুকন উদ্দিনের বসতঘর পুরে চাই হয়ে যায়। এরপর থেকে পরিবারগুলো খুবই মানবেতর জীবন যাপন করছিলেন। বিষয়টি জানার পর পার্শ্ববর্তী রাজনগর গ্রামের সহোদর পাচঁ ভাই মিলে গড়ে তোলা “ফাইভ ব্রাদার্স সোসাল ওয়েলফেয়ার এসোসুয়েশন” সংগঠনটি এ আর্থিক অনুদান প্রদান করেন। সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা সহায়তা,বিবাহ সম্পর্কিত সহায়তাসহ নানান মানবিক কাজ করে ভূয়সী প্রশংসা কুড়িয়েছে। ক্ষতিগ্রস্ত বৃদ্ধ আব্দুর রহমান জানান,তাঁর তিন ছেলে একই বসতভিটায় তিন ঘর তুলে বসবাস করতেন। গত ১২ মে গভীর রাতে আগুনে লেগে সবই পুরে যায়। আমাদের এই দুঃসময়ে গ্রামের মানুষ ও ফাইভ ব্রাদার্স সোসাল ওয়েলফেয়ার এসোসুয়েশনসহ অনেকেই সহায়তা করেছেন আমরা সবার প্রতি কৃতজ্ঞতা জানাই।