কেন্দুুয়ায় চাঁদার টাকা না পেয়ে খামারির ১১ গরু লুটের অভিযোগ

প্রকাশিত: ২:০৫ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২৩
প্রতিকি ছবি

নিজস্ব প্রতিবেদক :
নেত্রকোণার কেন্দুুয়ায় দাবীকৃত চাঁদার টাকা না পেয়ে এক খামারির ১১ টি গরু লুটসহ একটি ফিসারী পুকুরের পাড় কেটে নদীতে মাছ ছেড়ে দেওয়ার লিখিত অভিযোগ পাওয়া গেছে।

এঘটনাটি শনিবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার রোয়াইলবাড়ি আমতলা ইউপির আমতলা গ্রামে ঘটে।

এঘটনায় ভুক্তভোগী এডভোকেট রফিকুল ইসলাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার ১৪ ঘন্টা পেরিয়ে গেলেও পুলিশ গরুগুলো উদ্ধার করতে পারছেন না।

অভিযোগ সুত্রে জানা গেছে, বিবাদীদের বাড়ির পাশে ভুক্তভোগীর একটি গরুর ফার্ম ও ফিসারী পুকুর রয়েছে। ফার্ম ও ফিসারী পুকুরের ব্যবসার প্রতি হিংসা পরায়ণ হয়ে ভুক্তভোগীর কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবী করে আসছিল। এরই জেরে শনিবার সকাল ৯ টার দিকে ভুক্তভোগী খামারে গেলে বিবাদী রাজ্জাক ও হেকিম গংরা দেশীয় অস্ত্রে নিয়ে দাবীকৃত টাকা চায়।

এসময় ভুক্তভোগী প্রতিবাদ করলে তাকে ঘিরে ফেলে এবং খামারে প্রবেশ করে ১১টি গরু লুট করে নিয়ে যায়। এসময় বেতাই নদীর পাড় ঘেঁষা একটি ফিসারী পুকুরের পাড় কেটে দেয় লুণ্ঠনকারীরা।

এতে খামারির প্রায় ২০ লাখ টাকার মত ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী রফিকুল ইসলাম। তিনি জানান, আমার গরুগুলো লুট করেছে,পুকুরের মাছ ছেড়ে দিয়েছে,বসতঘরের হামলা ভাংচুর করে উল্টো আমার বিরুদ্ধে থানায় মামলা করার পায়তারা চালাচ্ছে। ঘটনার প্রায় ২২ ঘন্টা পার হলেও এখনো তার লুট হওয়া গরুগুলো উদ্ধার হয়নি বলেও জানান তিনি।

এব্যাপারে কেন্দুুয়া থানার ইন্সিপেক্টর তদন্ত আশরাফুল আলম জানান,অভিযোগটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে আর গরুগুলো উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে বলেও জানান তিনি।