মজিবুর রহমান :
নেত্রকোণার কেন্দুুয়ায় জমিসংক্রান্ত বিরোধের জেরে আহত আবুল হাশেম (৬০) নামে এক ব্যক্তি খুন হয়েছে। এঘটনাটি উপজেলার রোয়াইলবাড়ি আমতলা ইউপির কেরাদিঘী গ্রামে ঘটেছে।
বৃহস্পতিবার (২৭ জুলাই) সন্ধ্যা ৭ টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত আবুল হাশেম মারা যান।
সুত্র জানায়, কেরাদিঘী গ্রামের নিহত আবুল হাশেমের সাথে প্রতিবেশী সুজন মিয়া গংদের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
এ নিয়ে গত ২২ জুলাই প্রথম দফা মারামারি হয়। পরেরদিন উভয়পক্ষের মাঝে ফের মারামারি হয়। এতে আবুল হাশেম,এমদাদ মিয়া, রফিকুল ইসলাম আহতসহ কয়েকজন আহত হন।
গুরুতর আহত আবুল হাশেমকে ভর্তি করা হয় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। টানা পাঁচ দিন মৃত্যুর সাথে লড়াই করে আজ বৃহস্পতিবার সন্ধায় ৭টার দিকে তিনি মারা যান। এদিকে মারামারির ঘটনায় থানায় সুজন মিয়াকে প্রধান আসামী করে ১২ জনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন নিতহ আবুল হাশেমের ছেলে সোহাগ মিয়া।
আবুল হাশেমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দুুয়া থানা ওসি আলী হোসেন পিপিএম।
ইমেরিটাস এডিটরঃ দিলওয়ার খান
সম্পাদক ও প্রকাশকঃ মুহা. জহিরুল ইসলাম অসীম
বার্তা সম্পাদকঃ শরীফা ইসলাম বর্ষা
অস্থায়ী কার্যালয় : এআরএফবি ভবন, ময়মনসিংহ রোড, সাকুয়া বাজার, নেত্রকোণা সদর, ২৪০০
ফোনঃ ০১৭৩৫ ০৭ ৪৬ ০৪, বিজ্ঞাপন: ০১৬৪৫ ৮৮ ৪০ ৫০
ই-মেইলঃ netrokonajournal@gmail.com
©২০২০-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত