কেন্দুুয়ায় জালিয়াতির অভিযোগে ২৭ জনের বিরুদ্ধে মামলা: দলিল লেখক নাছির গ্রেপ্তার

প্রকাশিত: ৫:৫১ পূর্বাহ্ণ, আগস্ট ১০, ২০২৩

নিজস্ব প্রতিবেদক :
নেত্রকোণার কেন্দুুয়ায় জাল জালিয়াতি করে জমি রেজিস্ট্রি করার অভিযোগে দলিল লেখক নাছির খন্দকারকে (৪০) গ্রেপ্তার করছে থানার পুলিশ। মঙ্গলবার (৯ আগষ্ট) বিকালে তার চেম্বার থেকে গ্রেপ্তার করা হয়।

এঘটনায় মঙ্গলবার (৯ আগষ্ট) রাতে মাসকা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মুজিবুর রহমান বাদী হয়ে দলিল লেখক নাছির খন্দকারকে প্রধান আসামী করে থানায় রুজু করেন। মামলাটি ৪৬৭/৪৬৮/৪৭১/২৪ পেনালকোড আইনে রুজু করা হয়।

ওই মামলায় এজাহার নামীয় আসামী ২৭ জন। অজ্ঞাত আসামী আরো ৩/৪ জনকে। মামলায় দলিল লেখক, তার সহযোগী ও দলিলের দাতা গ্রহিতাকে আসামী করা হয়েছে। মামলা দায়ের পর আটক দলিল লেখক নাছির খন্দকারকে (৪০) গ্রেপ্তার দেখানো হয়েছে। নাসির খন্দকার পৌর শহরের দিগদাইর গ্রামের বাসিন্দা ও কেন্দুয়া সাব-রেজিষ্ট্রি অফিসের দলিল লেখক ।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাজিব হোসেন জানান, ভূমি উন্নয়ন করের অনলাইন রশিদ জালিয়াতি করে দলিল রেজিষ্ট্রি হচ্ছে গোপন সংবাদে এমন খবর পেয়ে মঙ্গলবার বেলা ১১ টার দিকে সাব-রেজিষ্ট্রি অফিসে যান । নাছির খন্দকারের লাইসেন্স ব্যবহৃত প্রথমে ৩টি, পরে আরো ৫টি দলিলে ভূয়া রশিদ সানাক্ত করে দলিলগুলো জব্দ করা হয়। এরপর দুপুরে তার চেম্বারের অভিযান পরিচালনা করতে গিয়ে অবাক হই।

জমি রেজিষ্ট্রি করতে ভূমি অফিসের যেসকল কাগজপত্র লাগে সবই তাদের কম্পিউটারে সংরক্ষণ আছে। ব্ল্যাংক জমাখারিজরশিদ, ডিসিআর,বিআরএসসহ সবই আছে। এমন কি সাবেক ভূমি কর্মকর্তাদের স্বাক্ষর স্ক্যান করে সংরক্ষণ রেখেছে। মামলা দায়ের বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দুুয়া থানা ওসি আলী হোসেন পিপিএম।