কেন্দুুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
কেবলমাত্র পাঠ্যপুস্তক পড়ে একজন প্রকৃত মানুষ হওয়া সম্ভব নয়-অসীম কুমার উকিল এমপি
মজিবুর রহমান :
নেত্রকোণার কেন্দুুয়া উপজেলায় ২০২৩ সালে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ প্রাপ্ত ৪৪৪ জন কৃতি শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১০ আগষ্ট) উপজেলা প্রশাসনের উদ্যোগে পাবলিক হলে এই সংবর্ধনা প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার কাবেরী জালালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোণা-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল।
প্রভাষক আসাদুল করিম মানুনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.নুরুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগ সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঁইয়া, সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আসাদুল হক ভূঁইয়া। তাছাড়া বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম,সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখলেছুর রহমান বাঙ্গালি, বানেটেক কারিগরি কলেজের অধ্যক্ষ ইকবাল হোসেন, দিগলী মাছিয়ালী দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মুকিবুর রহমান,জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ইসরাত জাহান প্রীতি , শহীদ স্মৃতি বিদ্যাপীঠের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী কাকলী রানী বিশ্ব শর্মা প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে অসীম কুমার উকিল এমপি বলেন, কেবলমাত্র পাঠ্যপুস্তক পড়ে একজন প্রকৃত মানুষ হওয়া সম্ভব নয়,একজন প্রকৃত মানুষ হতে হলে পড়ালেখার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক চর্চাসহ বিভিন্ন ধরণের বই পড়তে হবে। এসএসসির ফলাফল জীবন গঠনের প্রথম ধাপ। তোমাদেরকে এসএসসির সফলতার ধারাবাহিতা বজায়ে রেখে উচ্চ শিক্ষা গ্রহণ করে এই দেশ ও সমাজ পরিচালনার কারিগরি হতে হবে। তোমাদেরকে আগামীদিনের স্মার্ট শিক্ষার্থী হিসেবে গড়ে তুলতে পাশে আছেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।
তিনিও কৃতি শিক্ষার্থীদের পাশে থাকবেন বলেও আশ্বাস দেন। অনুষ্ঠান শুরুতেই কৃতি শিক্ষার্থীদের রজনীগন্ধা ফুল দিয়ে বরণ করা হয়। পরে প্রত্যেকেই একটি করে বই উপহার দেওয়া হয়। উল্লেখ্য, কেন্দুুয়া উপজেলায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠান এটাই প্রথম।