কেন্দুুয়ায় থানা পুলিশে উদ্যোগে শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয়

প্রকাশিত: ১:৪৪ অপরাহ্ণ, আগস্ট ১৪, ২০২৩

মজিবুর রহমান :
“একের রক্ত অন্যের জীবন,রক্তই হোক আত্মার বন্ধন” এই স্লোগানকে সামনে রেখে নেত্রকোণার কেন্দুুয়া থানার উদ্যোগে বিনামূল্যে স্কুল কলেজের শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আজ সোমবার (১৪ আগষ্ট) দিনব্যাপী এই কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচির আওতায়ভূক্ত ছিল জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়, সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় ও কেন্দুুয়া সরকারি কলেজ।

বেলা ১১ টার দিকে জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় এ কর্মসূচি উদ্বোধন করেন কেন্দুুয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ ফারাবী।

এসময় উপস্থিত ছিলেন কেন্দুুয়া থানা ওসি আলী হোসেন পিপিএম, তদন্ত ওসি আশরাফুল ইসলাম, পেমই পুলিশ তদন্ত কেন্দ্রে ইনচার্জ ওসি তদন্ত সাখাওয়াত হোসেন, জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রোকন উদ্দিন ও সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখলেছুর রহমান বাঙ্গালী প্রমূখ।

রক্তের গ্রুপ নির্ণয়ে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ ছিল । তারা লাইনে সারি বদ্ধভাবে দাঁড়িয়ে নিজেদের রক্তের গ্রুপ পরীক্ষা করে। রক্তের গ্রুপ জানতে পেরে তারা উচ্ছ্বসিত হতে দেখা গেছে। একাজে সহযোগীতা করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। রক্তের গ্রুপ নির্ণয় শেষে শিক্ষার্থীদের রজনীগন্ধা ফুল ও চকলেট উপহার দেওয়া হয়।

সারাদিনে কয়েকশতাধিক শিক্ষার্থীকে রক্তের গ্রুপ নির্ণয় করতে পেরেছেন বলে জানান ওসি আলী হোসেন।

এ প্রসঙ্গে কেন্দুুয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ ফারাবী জানান, ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে জেলা ব্যাপী এই কর্মসূচী হয়েছে। আমাদের এই কর্মসূচিকে কোমলমতি শিক্ষার্থীরা খুব সানন্দে গ্রহণ করেছে। আমরা দেখছি তারা নিজের রক্তের গ্রুপ জেনে খুবই হয়েছে এবং একে অপরের সাথে উচ্ছ্বাস করতে দেখা গেছে বলেও জানান তিনি।