কেন্দুুয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশিত: ২:৫৯ পূর্বাহ্ণ, আগস্ট ১৮, ২০২৩
ছবি: প্রতিকী

নিজস্ব প্রতিবেদক:
নেত্রকোণার কেন্দুুয়ায় পুকুরের পানিতে ডুবে মনিরুল ইসলাম নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

এ ঘটনাটি বৃহস্পতিবার (১৭ আগষ্ট) দুপুরে উপজেলার রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের হরিপুর গ্রামে ঘটে। নিহত মনিরুল ইসলাম হরিপুর গ্রামের শাহজাহান মিয়ার ছেলে।

সুত্র জানায়, নিহত মনিরুল ইসলাম খেলা করতে করতে বাড়ির পাশে পুকুরে পড়ে গিয়ে ভাসতে থাকে। পরে স্থানীয় তাকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মনিরুলকে মৃত ঘোষণা করেন।

এঘটনায় নিহতের বাবা শাহজাহান মিয়া বাদী হয়ে থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছেন।

কেন্দুুয়া থানার ওসি আলী হোসেন পিপিএম বলেন, এঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে শিশুটির মরদেহ দাফনকাজের জন্য হস্তান্তর করা হয়েছে।