মজিবুর রহমান :
কেন্দুুয়া-নেত্রকোণা আঞ্চলিক মহাসড়কের চলমান উন্নায়নের কাজের পানি ছিটানো গাড়ির ছাপা পড়ে সুমন (১৩) নামে এক শিশু নিহত হয়েছে।
এঘটনাটি সোমবার (৩১ জুলাই) পৌনে ১১ টার দিকে সড়কের কেন্দুুয়া পৌরশহরের টেঙ্গুরী এলাকায় রাস্তায় পানি ছিটানোর সময় ঘটে।
নিতহ শিশু সুমন ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার আব্দুল বারেকের ছেলে।
সুত্র জানায়, কেন্দুুয়া-নেত্রকোণা আঞ্চলিক মহাসড়কের কেন্দুুয়া অংশের উন্নায়ন কাজ করছেন রিড কনস্ট্রাকশন কোম্পানি। ওই কোম্পানিতে নিহতের বাবা আব্দুল বারেক একজন রোলার অপারেটর হিসেবে কেন্দুুয়ায় কাজ করেন।
বেশ কিছু দিন ধরে নিতহ সুমন বাবার সাথে ছিল। ঘটনার সময় পানি ছিটানো গাড়িতে সাহায্য করতে গিয়ে গাড়ির চাপা পড়ে গুরুতর আহত হয় সুমন। পরে তাকে উদ্ধার করে কেন্দুুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
থানার পুলিশ নিহতের মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে লাশের সুরতহাল করেন। পরে থানায় একটি জিডি করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করে দেন পুলিশ।
রিড কনস্ট্রাকশন কোম্পানির প্রকৌশলী রাকিবুল হাসান বলেন, তার বাবা আমাদের কোম্পানির রোলার অপারেটর। বেশ কয়েকদিন আগে সে বাবা কাছে বেড়াতে এসেছে। সে আমাদের সাথে থাকতো, দুষ্টামি করতো এবং কাজেও সাহায্য করতো। ঘটনার সময় পানির গাড়িতে পানি তুলতে সাহায্য করেছিল। গাড়ি যখন পেছনের দিকে মোড় নেয় তখন সে চাপা পড়ে। সুমন শ্রমিক নয় বলে দাবী করেন তিনি।
কেন্দুুয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) আশরাফুল ইসলাম জানান, নিহতের পরিবার চান না তাদের শিশুর লাশের কাটাছেড়া হোক। তাদের আবেদনের পেক্ষিতে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
ইমেরিটাস এডিটরঃ দিলওয়ার খান
সম্পাদক ও প্রকাশকঃ মুহা. জহিরুল ইসলাম অসীম
বার্তা সম্পাদকঃ শরীফা ইসলাম বর্ষা
অস্থায়ী কার্যালয় : এআরএফবি ভবন, ময়মনসিংহ রোড, সাকুয়া বাজার, নেত্রকোণা সদর, ২৪০০
ফোনঃ ০১৭৩৫ ০৭ ৪৬ ০৪, বিজ্ঞাপন: ০১৬৪৫ ৮৮ ৪০ ৫০
ই-মেইলঃ netrokonajournal@gmail.com
©২০২০-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত