কেন্দুুয়ায় প্রজনন স্বাস্থ্য ও অধিকার বিষয়ক ক্যাম্পেইন

প্রকাশিত: ১:০৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২৩

আমিরুল ইসলাম তালুকদার:
নেত্রকোণার কেন্দুুয়ায় কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য ও অধিকার বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

স্বাবলম্বী উন্নয়ন সমিতির আয়োজনে তারুণ্য প্লাটফরম ও নারীপক্ষের সহযোগীতায় গতকাল মঙ্গলবার উপজেলার রওশন ইজদানী একাডেমীতে কৈশোর-বান্ধব স্বাস্থ্যসেবার সচেতনতার লক্ষে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

এতে অংশ নেয় বিদ্যালয়ের ষষ্ট, সপ্তম ও অষ্টম শ্রেনির শিক্ষার্থীরা। এই কর্মসূচি উদ্বোধন করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান খান সোহাগ।

এসময় উপস্থিত বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবির , ম্যানেজিং কমিটির সদস্য আহসানুল কবির তাহের, আশরাফুল আলম নয়ন, মাসুদ তালুকদার, শিক্ষক আব্দুস সালাম, রফিকুল ইসলাম রুবেল, মাহাবুব আলম প্রমূখ।

স্বাবলম্বী উন্নয়ন সমিতির ব্যবস্থাপক কোহিনূর বেগম,প্রকল্প সুপার ভাইজার মাসুদ ইবনে জয়নাল, ঝর্না জাহান, তারুণ্য প্লাটফরমের সমন্বয়কারী সুরাইয়া খানম সুমী, আব্দুল মোমেন, মোঃ তৌহিদুল ইসলাম রাকিব,আফরিন জাহান হাবিবা ক্যাম্পেইনের প্রশিক্ষক ছিলেন।