কেন্দুুয়ায় বঙ্গবাজারে প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে নির্মাণ হচ্ছে দুতলা সুপার মার্কেট
মজিবুর রহমান :
নেত্রকোণার কেন্দুুয়া উপজেলার রোয়াইলবাড়ি আমতলা ইউপির বঙ্গবাজারে মার্কেটে নির্মাণকাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে এই নতুন ভবন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন নেত্রকোণা-৩ আসনের সংসদ সদস্য অসীম কুমার উকিল।
সুত্র জানায়, দেশব্যাপী গ্রামীণ বাজার উন্নয়ন প্রকল্পের আওতায় বঙ্গবাজারে মার্কেটের ভবন নির্মাণ কাজের প্রকল্প গ্রহন করা হয়েছে। চারতলা বিশিষ্ট ফাউন্ডেশনের মার্কেট ভবনের এখন নির্মাণ করা হবে দুই তলা।
৫ হাজার ১১৭.৫ স্কয়ার ফিটের ভবনের দুতলা নির্মাণের বরাদ্দ রয়েছে ৩ কোটি ৯১ লাখ ৩৮ হাজার ৫১০ টাকা। এসময় উপজেলা প্রকৌশলী মোফাজ্জল হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন। এর আগে গোগবাজার সাইডুলি নদীতে পোনামাছ অবমুক্তকরণ করেন তিনি।