কেন্দুুয়ায় বঙ্গমাতার জন্মবার্ষিকী পালিত
উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ করা হয়
মজিবুর রহমান :
“সংগ্রাম-স্বাধীনতা প্রেরণায় বঙ্গমাতা” এই প্রতিপাদ্য সামনে রেখে নেত্রকোণার কেন্দুুয়ায় বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এঁর সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯৩তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (৮ আগষ্ট) কেন্দুুয়া উপজেলা প্রশাসনের আয়োজনে নানান কর্মসূচির মধ্যদিয়ে দিবস পালন করা হয়।
কর্মসূচির শুরুতেই উপজেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর অস্থায়ী বেদিতে ফুল দিয়ে জানায় উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, থানার পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ,উপজেলা আওয়ামীলীগ, পৌরসভা, ফায়ার সার্ভিস,আনসার বাহিনীর সদস্যরা। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ করা হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কাবেরী জালাল। উপজেলা ক্রীড়াসংস্থার সহসভাপতি আশরাফ উদ্দিন ভূঁইয়ার সঞ্চালনায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.নুরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.রাজিব হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আসাদুল হক ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন ভূঁইয়া, সেলিনা বেগম সুমী,থানার ওসি আলী হোসেন পিপিএম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক কামরুল হাসান ভূঁইয়া, ইউপি চেয়ারম্যান জাকির আলম,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ড গোলাম জিলানী, কৃষি অফিসার শারমিন সুলতানা,মহিলা বিষয়ক কর্মকর্তা রহিমা খাতুন, সাংবাদিক সমরেন্দ্র বিশ্ব শর্মা প্রমূখ।
শেষে উপকারভোগী নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ ও বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হয়।