কেন্দুুয়ায় বজ্রপাতে শিশুর মৃৃত্যু
মজিবুর রহমানঃ
নেত্রকোণার কেন্দুুয়ায় বজ্রপাতে রিফাত (১০) নামে এক শিশুর মৃৃত্যু হয়েছে।
এঘটনাটি শনিবার দুপুরে বলাইশিমুল ইউপির বেজগাও গ্রামে ঘটে। নিহত রিফাত বেজগাও গ্রামের ইউপি সদস্য রতন মিয়ার ছেলে।
শিশু রিফাতের মৃৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম। এলাকায় শোকের আবহ বিরাজ করছে।
পরিবারের বরাত দিয়ে কেন্দুুয়া থানার ওসি (তদন্ত) আশরাফুল ইসলাম বলেন, নিহত রিফাত বাড়ির সামনে নদীতে বরশী দিয়ে মাছ ধরার সময় বজ্রপাতের শিকার হয়।
পরে তাকে কেন্দুুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। আইনি প্রক্রিয়া শেষ মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।