কেন্দুুয়ায় বালতির পানিতে ডুবে ১৪ মাসের শিশুর মৃত্যু
কেন্দুুয়া প্রতিনিধি :
নেত্রকোণার কেন্দুুয়ায় বসতঘরের ভিতরে বালতির পানিতে ডুবে মাহাবুব রহমান নামে ১৪ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে।
এঘটনাটি গতকাল বুধবার বেলা ১১ টার দিকে উপজেলা চিরাং ইউপির বাট্টা মাইঝপাড়া গ্রামে ঘটে। নিহত মাহাবুর রহমান বাট্টা মাইঝপাড়া গ্রামের ফজলুর রহমানের একমাত্র ছেলে।
সুত্র জানায়, নিহত মাহাবুব খেলতে খেলতে পানি ভর্তি বালতি কাছে যায়। একপর্যায়ে ওই বালতির পানিতে ডুবে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে কেন্দুুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বিষয়টি নিশ্চিত করে কেন্দুুয়া থানার ওসি এনামুল হক জানান, এঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।