কেন্দুুয়ায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষি শ্রমিকের মৃত্যু
এলাকায়ও বইছে শোকের আবহ
মজিবুর রহমান:
নেত্রকোণার কেন্দুুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রতন মিয়া (৫০) নামে এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে।
এঘটনাটি সোমবার (৭ আগষ্ট) দুপুরে উপজেলার দলপা ইউনিয়নের ভাদেড়া গ্রামে ঘটে। নিহত রতন মিয়া ভাদেড়া গ্রামে মৃত আব্দুল কাদিরের ছেলে।
সুত্রে জানায়, সোমবার দুপুরে বৃষ্টিতে ভিজে বাড়ির পাশে ভাদেড়া গ্রামের সাইফুল ইসলামের কৃষি জমিতে কাজে যান নিহত কৃষি শ্রমিক রতন মিয়া। এসময় বীজতলা থেকে আমন ধানের চারা তুলতে তুলতে একপর্যায়ে বীজতলার পাশের পল্লীবিদ্যুতের কুটির টানা তারে হাত দিলে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন রতন।
পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এঘটনায় থানা অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
একমাত্র উপার্জনক্ষমকে হারিয়ে পরিবারে চলছে শোকের মাতম। এলাকায়ও শোকের আবহ বইছে। এদিকে কেউ কেউ পল্লীবিদ্যুতের গাফিলতিও দাবী করছেন। তারা বলছেন আগে থেকেই লাইনে সমস্যা ছিল। টানা তারের কাছে সাপ ও মাছ মরে পচে ছিল বলেও জানায় তারা।
এব্যাপারে পল্লীবিদ্যুতের ডিজিএম মুজিবুর রহমান জানান, আমরা ধারনা করছি ধানের চারা তুলে মাটি সরানোর জন্য বিদ্যুতে টানা তারে ভারি দিলে হয়তো মেইন তারের সাথে লেগে তিনি বিদ্যুতায়িত হয়েছেন। বিদ্যুতের লাইনে কোন রকম সমস্যা ছিলনা বলেও জানান তিনি।
এবিষয়ে জানতে চাইলে কেন্দুুয়া থানার উপপরিদর্শক (এসআই) শফিউল মীর্জা জানান, নিহত রতন মিয়া একজন কৃষি শ্রমিক। তিনি
ভাদেড়া গ্রামের সাইফুল ইসলামের বীজতলায় কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মারা যান।
এব্যপারে কেন্দুয়া থানার ওসি আলী হোসেন পিপিএম জানান, এঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। নিহতের পরিবারের আবেদনের পেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশের দাফনকাজ করার অনুমিত দেওয়া হয়েছে বলেও জানান তিনি।