কেন্দুুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট অটো রাইস মিল কর্মীর মৃত্যু

প্রকাশিত: ১:২২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০২৩
প্রতিকী ছবি

মজিবুর রহমান :
নেত্রকোণার কেন্দুুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফকির অটোরাইস মিলের রুবেল মিয়া (২৫) নামে এক কর্মীর মৃত্যু হয়েছে।

এঘটনাটি আজ শনিবার সন্ধ্যা ৭ টার দিকে কেন্দুুয়া উপজেলার রোয়াইলবাড়ি আমতলা ইউপির চাপুর গ্রামের ফকির অটো রাইস মিলে ঘটে। নিহত রুবেল মিয়া একই ইউপির ফতেপুর গ্রামের জাহের উদ্দিনের ছেলে।

ফকির অটোরাইস মিলের মালিক কামাল ফকির জানান, নিহত রুবেল মিয়া তাঁর রাইস মিলের কয়েল লাকড়ি কারখানায় কাজ করতেন। সন্ধ্যায় ৭ টার দিকে কাজ করার সময় সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়।

পরে তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান তিনি। রুবেল মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান লুৎফুর রহমান আকন্দ।

১৬/৯/২৩