নিজস্ব প্রতিবেদক:
নেত্রকোণার কেন্দুুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানি করায় পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ করেছে ভুক্তভোগী।
ওই হয়রানি মূলক মিথ্যা মামলাটি সুষ্ঠু তদন্ত করে আইনী ব্যবস্হা নেওয়ার জন্য এ অভিযোগটি করেছেন উপজেলার সান্দিকোনা ইউনিয়নের আটিগ্রামের রবিকুল ইসলামের স্ত্রী দোলনা আক্তার (২৭)।
অভিযোগে জানা গেছে, দোলনা বেগম তার শ্বশুরের পৈত্রিক সুত্রে পাওয়া বাড়ির সামনে পুকরে আড়াই শতাংশ জায়গা অবৈধভাবে ভোগ দখলে রেখেছে একই গ্রামের প্রতিবেশী জাহাঙ্গীর গংরা।
এই জায়গা নিয়ে কয়েকবার স্থানীয় জনপ্রতিনিধি ও গ্রামের মাতাব্বরগণ সালিশ বৈঠক করেছেন। জাহাঙ্গীর গংরা বার বার সালিশ বৈঠক অমান্য
করে ভুক্তভোগী পরিবারটিকে সামাজিক ভাবে হয়রানী করে আসছে। তাছাড়া মিথ্যা কল্পকাহিনী সাজিয়ে কেন্দুুয়া থানায় মামলা দায়ের করেছে।
অভিযোগের সততা যাচাইয়ে জন্য সরজমিনে গিয়ে এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, শালিস বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল বিরোধপূর্ন জমি ৭০ হাজার টাকা দিয়ে দলিল করে নিবেন জাহাঙ্গীর গংরা। কিন্তু সালিশ বৈঠকের সিদ্ধান্ত না মেনে জাহাঙ্গীর গংরা মিথ্যা মামলা দিয়ে নিরীহ পরিবারটির ওপর অত্যাচার ও হয়রানি করেছে ।
ভুক্তভোগী দোলনা আক্তার বলেন, সালিশ বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক ধার্য্যকৃত টাকাও না দিয়ে উল্টো আমাদের বিরুদ্ধে থানায় মিথ্যা মামলা করেছে। এই বিষয়টি মাতাব্বরগণদের জানালে তারা আমাদের প্রতি ক্ষিপ্ত হয়। এমনকি গালিগালাজ করলে তাদের সাথে তর্কাতর্কি হয়েছিল।
কিন্তু প্রতিপক্ষ কল্পকাহিনী সাজিয়ে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করছে। এই মিথ্যা মামলায় আমার স্বামী অযথা জেল খাটছে । সুষ্ঠু তদন্ত করে দৃষ্টান্তমুলক বিচার দাবী করেন দোলনা আক্তার।
জাহাঙ্গীরের পিতা তারা মিয়া সাংবাদিকদের বলেন, মারামারি বলতে কিল ঘুষাঘুষি হয়েছে। এ বিষয়ে ৫ টি সালিশ বৈঠক হয়েছিল। সালিশে ৭০ হাজার টাকা ধার্য্য করা হয়েছিল।
স্থানীয় ইউপি সদস্য আকবর আলী বলেন,আমারা সালিশ করে বিরোধপূর্ণ জায়গার বিনিময়ে ৭০ হাজার টাকার ধার্য্য করে দিয়েছিলাম। এরপরে মারামারি হয়েছে কি-না আমরা শুনি নাই।
প্রতিবেশি দেলোয়ার হোসেন বলেন,তাদের দুই পক্ষের মাঝে মারামারি হতে আমরা শুনিনি। মামলায় যারা আহত দেখানো হয়েছে আমরাতো বাস্তবে তা দেখছি না।
এব্যাপারে কেন্দুুয়া থানার ওসি আলী হোসেন বলেন, এই মামলাটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে যথাসময়ে আদালতে রিপোর্ট দেওয়া হবে।
ইমেরিটাস এডিটরঃ দিলওয়ার খান
সম্পাদক ও প্রকাশকঃ মুহা. জহিরুল ইসলাম অসীম
বার্তা সম্পাদকঃ শরীফা অসীম বর্ষা
অস্থায়ী কার্যালয় : এআরএফবি ভবন, ময়মনসিংহ রোড, সাকুয়া বাজার, নেত্রকোণা সদর, ২৪০০
ফোনঃ ০১৭৩৫ ০৭ ৪৬ ০৪, বিজ্ঞাপন: ০১৬৪৫ ৮৮ ৪০ ৫০
ই-মেইলঃ netrokonajournal@gmail.com
©২০২০-২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত