কেন্দুুয়ায় মৎস্য সপ্তাহ উদযাপন ও পুরস্কার বিতরণ

প্রকাশিত: ২:৫৩ পূর্বাহ্ণ, আগস্ট ১, ২০২৪

মজিবুর রহমান:
ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় নেত্রকোণার কেন্দুুয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হয়েছে।

এ উপলক্ষে গতকাল বুধবার (৩১ জুলাই) কেন্দুুয়া উপজেলা মৎস্য বিভাগে মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহীত কার্যক্রম বিষয়ে আলোচনা সভা,র্যালী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোফাজ্জল হোসেন ভূঁইয়া।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আজহারুল আলমের সঞ্চালনা এসময় অন্যদের মাঝে বক্তব্য রাখেন,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মাওলানা মো: হারুন অর রশিদ,সেলিনা বেগম সুমী,ওসি এনামুল হকসহ জনপ্রতিনিধি ও মৎস্য চাষীগণ।

এসময় মৎস্যচাষে বিশেষ অবদান রাখায় ১০ জনকে সম্মাননা স্বারক ও পুরস্কার প্রদান করা হয়। এদের মধ্যে রোয়াইলবাড়ি ইউপির কৈলাটি গ্রামের আনিছুজ্জামান সিদ্দিকী রেনুকে মৎস্য চাষে উপজেলার সেরা উদ্যোক্তা হিসেবে নির্বাচিত হয়েছেন।