মজিবুর রহমান:
'নিরাপদ মাছে ভরব দেশ, গড়ব স্মার্ট বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় নেত্রকোণার কেন্দুুয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হয়েছে।
এ উপলক্ষে আজ মঙ্গলবার উপজেলা পরিষদ হলরুমে "মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহীত কার্যক্রম বিষয়ে আলোচনা সভা", র্যালী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার কাবেরী জালালের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোণা-৩ (কেন্দুুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য অসীম কুমার উকিল।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আজহারুল আলমের সঞ্চালনা এসময় অন্যদের মাঝে বক্তব্য রাখেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.নুরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঁইয়াসহ জনপ্রতিনিধি ও মৎস্য চাষীগণ।
এসময় মৎস্যচাষে বিশেষ অবদান রাখায় ৮ জনকে সম্মাননা স্বারক ও পুরস্কার প্রদান করা হয়।
ইমেরিটাস এডিটরঃ দিলওয়ার খান
সম্পাদক ও প্রকাশকঃ মুহা. জহিরুল ইসলাম অসীম
বার্তা সম্পাদকঃ শরীফা অসীম বর্ষা
অস্থায়ী কার্যালয় : এআরএফবি ভবন, ময়মনসিংহ রোড, সাকুয়া বাজার, নেত্রকোণা সদর, ২৪০০
ফোনঃ ০১৭৩৫ ০৭ ৪৬ ০৪, বিজ্ঞাপন: ০১৬৪৫ ৮৮ ৪০ ৫০
ই-মেইলঃ netrokonajournal@gmail.com
©২০২০-২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত