কেন্দুুয়ায় যুবকের লা*শ উদ্ধার

প্রকাশিত: ৮:০২ পূর্বাহ্ণ, আগস্ট ১২, ২০২৩
প্রতিকি ছবি

মজিবুর রহমান:
নেত্রকোণার কেন্দুুয়ায় বাদল মিয়া (৩০) নামে যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

আজ সকাল ১০ টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে উপজেলার গন্ডা ইউপির কালিয়ান- মডেল বাজার সড়কের বৈষ্যপাঠ্রা এলাকায় পতিত কৃষি জমি থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

নিহত বাদল মিয়া উপজেলার চিরাং ইউপির কিচমত চিতোলীয়া গ্রামের সুলতান মিয়ার ছেলে।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান কেন্দুুয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ ফারাবী ও থানা ওসি আলী হোসেন পিপিএম।

কেন্দুুয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ ফারাবী জানান, নিহতের লাশ প্রথমে অজ্ঞাত হিসেবে পেয়ে স্থানীরা খবর দেন।

আমরা ঘটনাস্থলে গিয়ে মৃতদেহের পকেট থেকে তাঁর একটি কার্ড দেখে লাশের সানাক্ত করেছি। ধারনা করা হচ্ছে নিহত যুবক মোটরসাইকেল ভাড়া চালাইতেন। লাশের সুরতহালসহ ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।