কেন্দুুয়ায় শিবপুর ও নুরেছা দুঃখেয়ারগাতি সরকার প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন

প্রকাশিত: ৩:০১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২৩

মজিবুর রহমানঃ
নেত্রকোণার কেন্দুুয়ায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২৩ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে গতকাল শনিবার দুপুরে জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় রোয়াইলবাড়ি ইউপির নিলামবরখিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে বালক ও বালিকা দল এবং গন্ডা ইউপির শিবপুর সরকার প্রাথমিক বিদ্যালয় হতে বালক ও নওপাড়া ইউপির নুরেছা দুঃখেয়ারগাতি সরকার প্রাথমিক বিদ্যালয় হতে বালিকা দল অংশগ্রহণ করে।

খেলার নির্ধারিত সময়ে ১-০ গোলে নুরেছা দুঃখেয়ারগাতি সরকার প্রাথমিক বিদ্যালয় (বালিকা দল) চ্যাম্পিয়ন হয় অপরদিকে টাইব্রেকারে ১-৩ গোলে শিবপুর সরকার প্রাথমিক বিদ্যালয় ( বালক দল) চ্যাম্পিয়ন হয়।

ক্রীড়ানুষ্ঠান শেষে প্রধান অতিথি নেত্রকোণা-৩ আসনের সংসদ সদস্য অসীম কুমার উকিল চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন।

এসময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঁইয়া, সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আসাদুল হক ভূঁইয়া,প্রাথমিক শিক্ষা অফিসার (অতিরিক্ত দ্বায়িত্ব) আবুল হোসেনসহ অন্যান্য কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও কাবেরী জালাল।