কেন্দুুয়ায় শোকাবহ ১৫ আগস্ট উপলক্ষে আলোচনা সভা
মজিবুর রহমান:
নেত্রকোণার কেন্দুুয়ায় শোকাবহ ১৫ আগষ্ট উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে পৌরশহরের সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও নেত্রকোণা-৩ আসনের সংসদ সদস্য অসীম কুমার উকিল।
উপজেলা কৃষকলীগের আহবায়ক ফণি ভূষণ মাদুর সভাপতিত্বে ও সেচ্ছাসেবক লীগ সভাপতি জাকির আলমের সঞ্চালনায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঁইয়া, মহিলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক সুলতানা পারভিন পপি, যুব মহিলা লীগের সভাপতি কল্যাণী হাসান, সাধারণ সম্পাদক রেহেনা আক্তার, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মহসিন, উপজেলা ছাত্রলীগের আহবায়ক ইখতিয়ার হোসেন প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে অসীম কুমার উকিল এমপি বলেন, ৭৫ এর ১৫ আগষ্টের নারকীয় হত্যাকান্ডের মাস্টার মাইন্ড ছিল বিএনপির প্রতিষ্ঠাতা জেনারেল জিয়াউর রহমান। জেনারেল জিয়া ক্ষমতা দখল করে স্বাধীনতাবিরোধীদের চাকরি দিয়ে পুরস্কৃত করেছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি জামাত দেশেবিদেশে ষড়যন্ত্র করে যাচ্ছে। তাদের এই ষড়যন্ত্রের মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
এসময় বঙ্গবন্ধু ও ১৫ আগষ্টে সকল শহীদগণ এবং প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য সবার দোয়া চান তিনি।