কেন্দুুয়ায় শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

প্রকাশিত: ১:৫৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২৩

নিজস্ব প্রতিবেদক :
নেত্রকোণার কেন্দুুয়ায় শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত হয়েছে। এ দিবসটি উপলক্ষে গতকাল বুধবার দুপুরে পৌরশহরের এক বনাঢ্য র্যালী ও হরিসভা দূর্গা মন্দিরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কর্মসূচি উদ্বোধন করেন কেন্দুয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদুল হক ভূঁইয়া। উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অনিল চন্দ্র ভদ্রের সভাপতিত্বে আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবেরী জালাল।

উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সজল সরকারের সঞ্চালনায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ আলী হোসেন পিপিএম,উপজেলা আআওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান ভূঞা, ইউপি চেয়ারম্যান জাকির আলম ভূঞাসহ সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ।