কেন্দুুয়ায় সংঘর্ষে নিহত-১ : আহত অর্ধশত

প্রকাশিত: ১১:১৮ পূর্বাহ্ণ, জুলাই ৩১, ২০২৪

মজিবুর রহমান :
নেত্রকোণার কেন্দুুয়ায় দুইপক্ষে সংঘর্ষে ইনচান মিয়া (৬০) নামে একজন মারা গেছেন। এঘটনাটি আজ মঙ্গলবার বিকাল ৩টার দিকে উপজেলার মাসকা ইউপির পিজাহাতি গ্রামে ঘটে। নিহত ইনচান মিয়া পিজাহাতি গ্রামের মৃত হালু মিয়ার ছেলে।নিহত ইনচান মিয়া পেশায় একজন দিনমুজুর।

সুত্রে জানায়,পিজাহাতি গ্রামের রাস্তাটিকে এলজিইডি অধীনে পাকাকরণের কাজ চলছে। এ কাজের টিকাদার ওই গ্রামের বাসিন্দা রেজাউল করিম সুমন। রাস্তায় কালভার্ট নির্মাণে কিছু অনিয়ম হয়েছে এমন অভিযোগ করেছিলেন একই গ্রামের আব্দুল ওয়াদুদ মেম্বার ও আতিকুর রহমান। গত কয়েক দিন পূর্বে অভিযোগের বিষয়টি এলাকায় তদন্তে যায় প্রশাসন। এরপর থেকে দুই পক্ষের মাঝে উত্তেজনা বিরাজ চলছিল।

এনিয়ে মঙ্গলবার বিকাল ৩টার দিকে রেজাউল করিম সুমন গংদের সাথে ওয়াদুদ মেম্বার গংদের মাঝে রক্তক্ষয়ী সংঘর্ষ বাঁধে। এসয়ম নিহত ইনচান মিয়া গুরুতর আহত হলে স্বজনরা তাকে উদ্ধার করে কেন্দুুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সংঘর্ষে উভয় পক্ষে অন্তত অর্ধশত লোক আহত হয়েছে বলেও এলাকাবাসী সুত্রে জানা যায় । আহতরা কেন্দুুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন এবং উন্নত চিকিৎসার জন্য কয়েকজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

এদিকে নিহতের মৃতদেহ পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে সুরতহাল রিপোর্ট তৈরী করছেন। নিহতের পরিবারে চলছে শোকের মাতম। এলাকায়ও শোকের আবহ বইছে। পরিবারের সদস্যরা দাবী করছেন ইনচান মিয়াকে ওয়াদুদ মেম্বারের লোকজন হত্যা করেছে। তারা এই হত্যাকান্ডের দৃষ্টান্তমূলক বিচার চায়।

এরিপোর্ট লেখা এঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার, কেন্দুুয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ ফারাবী, কেন্দুুয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদুল হক ভূঁইয়া।

নিহতের ঘটনা সত্যতা নিশ্চিত করে কেন্দুুয়া থানা ওসি এনামুল হক বলেন, এলাকার পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। আর যাতে কোন ঘটনা না ঘটে এজন্য এলাকায় পুলিশ মোতায়েন রাখা হয়েছে।