কেন্দুুয়ায় সরকারি বই বিক্রয়ের অভিযোগ

প্রকাশিত: ৬:২০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২৩

নিজস্ব প্রতিবেদক :
নেত্রকোণার কেন্দুুয়ায় সরকারি বই অনিয়মতান্ত্রিকভাবে বিক্রয় করে টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে পাইকুড়া মুহীয় ইসলামি দাখিল মাদ্রাসার সুপার বাদরুল আলম ও সহকারী সুপার বরকত উল্লাহ’র বিরুদ্ধে। জাহেদুল ইসলাম নামে মাদ্রাসার এক ম্যানেজিং কমিটির সদস্য উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেন।

অভিযোগে জাহেদুল ইসলাম বলেন, পাইকুড়া মুহীয় ইসলামি দাখিল মাদ্রাসার সুপার বাদরুল আলম ও সহকারী সুপার বরকত উল্লাহ দ্বয় পরস্পর যোগ সাজশে সহকারী শিক্ষকবৃন্দ ও আমাদের ম্যানেজিং কমিটির কাউকে কিছু না জানিয়ে আমাদের অজান্তে ও অগোচরে এবং অন্যায়ভাবে লাভবান হওয়ার হীনস্বার্থে সরকারি বিধি লংঘন করে বেআইনীভাবে প্রথম শ্রেনি হতে ১০ম শ্রেনির ২০২২-২৩ শিক্ষা বর্ষের নতুন এবং পুরাতন আনুমানিক ১০০ মণ বই গত ১৭ জুলাই কেজি দরে বিক্রি করে দেন। বই বিক্রি আনুমানিক মূল্য হবে দেড় লাখ টাকা সরকারি কোষাগারে জমা না দিয়ে প্রতারণামূলকভাবে আত্মসাৎ করেছেন।

এবিষয়ে জানতে মাদ্রাসার সুপার বাদরুল আলমের মুটোফোনে কথা বলার চেষ্টা করে কথা বলা যায়নি।

এব্যাপারে মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম বলেন, এমন একটি অভিযোগ কয়েকদিন আগে রঙ্গু মিয়া নামে একজন করেছিল। ওই অভিযোগটি দেলোয়ার নামে আরেকজন মোবাইলে করেছিলেন। ইউএনও স্যারের নির্দেশে বিষয়টির তদন্তে গেলে রঙ্গু মিয়া অভিযোগের বিষয়টি অস্বীকার করেন। পরে গতকাল নতুন করে আবার এই অভিযোগ করা হয়েছে। ইউএনও স্যারের সাথে যোগাযোগ  করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।