কেন্দুুয়ায় স্বামীকে তালাক দেওয়ায় স্ত্রীর গায়ে এসিড নিক্ষেপের অভিযোগ

প্রকাশিত: ৬:০১ অপরাহ্ণ, জুলাই ৫, ২০২৪

মজিবুর রহমানঃ
নেত্রকোণার কেন্দুুয়ায় স্বামীকে তালাক দেওয়ার খবর পেয়ে ক্ষুব্ধ স্বামী স্ত্রীর গায়ে এসিড নিক্ষেপের ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ উঠেছে । এঘটনাটি আজ শুক্রবার রাত পৌণে ৮টার দিকে উপজেলা কান্দিউড়া ইউপির ব্রাম্মনজাত গ্রামে ঘটে।

সুত্র জানায়, প্রায় দেড়যুগ আগে ব্রাম্মনজাত গ্রামের ফজলুর রহমান খানের কন্যা হাফসা আক্তারের সাথে মাসকা ইউপির মাসকা গ্রামের মৃত জুবেদ আলীর ছেলে হুমায়ুন কবির বাকির বিয়ে হয়। বিয়ে পর কিছুদিন ভাল গেলেও স্বামীর শারীরিক সমস্যার কারণে তাদের দাম্পত্যজীবনে কলহ শুরু হয়। এইভাবে কেটে যায় প্রায় ১৭ বছর।

দেড়মাস ধরে দাম্পত্যকলহের মাত্র বেড়েছে চরম মাত্রায়। গত ঈদের পরেরদিন হাফসা বাপের বাড়িতে চলে আসে। এবং গতকাল বৃহস্পতিবার কাজী অফিসে গিয়ে স্বামী একতরফা তালাক দেন। এই খবর পেয়ে ক্ষুব্ধ স্বামী বাকি আজ শুক্রবার (৫জুলাই) রাতে স্ত্রী’র ওপর এসিড নিক্ষেপ করে আহত হাফসা পরিবারের সদস্যরা অভিযোগ করছেন।

এঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে কেন্দুুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

ভুক্তভোগী হাফসা জানান, বিয়ের পর থেকে তার স্বামীর শারীরিক সমস্যা ধরা পড়ে। ১৭ বছর দাম্পত্যজীবনে আমাদের কোন সন্তানাদি নেই। তাকে বার বার বলার পরে সে চিকিৎসা করে না। উল্টো আমাকে বেধড়ক মারপিট করে। তাঁর সাথেও বাড়ির লোকজনও তাকে নির্যাতন করতো। এনিয়ে বেশ কয়েকবার দেনদরবার হয়েছে। আমি চেষ্টা করছি তার সাথে সংসার করতে কিন্তু তার পৈশাচিক আচারণের অতিষ্ঠ হয়ে বৃহস্পতিবার নিকাহ রেজিস্টার মাধ্যমে তাকে তালাকনামা রেজিষ্ট্ররী করেছি এই খবর পেয়ে আজ রাতে আমাদের ঘরে রাতের খাবার খাওয়া অবস্থায ইনজেকশনের সিরিজ দিয়ে আমার নাকেমুখে এসিড নিক্ষেপ করে বলে জানান তিনি।

হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জানান, আমরা যতোটুকু দেখেছি তাতে মনে তাঁর ওপর দাহ্য পদার্থ নিক্ষেপ করা হয়েছে।

কেন্দুুয়া থানা ওসি এনামুল হক জানান, ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে যাই। ডাক্তার বলেছে তার ওপর কোন দাহ্য পদার্থ নিক্ষেপ করা হয়েছে। রোগীর উন্নীত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার স্বামীকে গ্রেপ্তারের অভিযান চলছে বলেও জানান তিনি।