কেন্দুুয়ায় স্বাস্থ্যসেবার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা
এম্বুলেন্স সার্ভিস, বিশুদ্ধ পানীয়জল, প্যাথলজি বিভাগের পরীক্ষা নিরীক্ষা, চিকিৎসক ও নার্সদের উপস্থিতি, পরিষ্কার পরিছন্নতা, ঔষধ সরবরাহ, দরিদ্র জনগোষ্ঠীর কিশোর-কিশোরীদের স্বাস্থ্য সেবা, অভিযোগ বক্স, আউটডোরে প্রতিদিনের ঔষধের চার্ট টানানো, আউটডোরে পর্যাপ্ত আসন ব্যবস্থা, হাসপাতালের ওয়ার্ডের শৌচাগার পরিষ্কার পরিছন্নতা রাখা, বিশেষজ্ঞ চিকিৎসকের পদায়নসহ নানা বিষয়ে তুলে ধরেন সেবাপ্রার্থীরা।
মজিবুর রহমান :
নেত্রকোণার কেন্দুুয়ায় হাসপাতালে অংশীজনদের সাথে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও আমাদের করনীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের আয়োজনে ও বাংলাদেশ হেলথ ওয়াচ এবং স্বাবলম্বী উন্নায়ন সমিতির সহযোগীতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি মো. রইছ উদ্দিন মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ এবাদুর রহমান।
স্বাবলম্বী উন্নায়ন সমিতির প্রোগ্রাম অফিসার কোহিনুর বেগমের সঞ্চালনায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার নাজমুল হাসান মাসুম খান,স্বাস্থ্য অধিকার ফোরামের সদস্য সচিব সাংবাদিক রাখাল বিশ্বাস,স্বাবলম্বী উন্নয়ন সমিতির সমন্বয়কারী চয়ন সরকারসহ নার্স, স্বাস্থ্য সহকারী, বিভিন্ন সংগঠনেের নেতৃবৃন্দ, হাসপাতালে সেবাপ্রার্থীগণ।
এম্বুলেন্স সার্ভিস, বিশুদ্ধ পানীয়জল, প্যাথলজি বিভাগের পরীক্ষা নিরীক্ষা, চিকিৎসক ও নার্সদের উপস্থিতি, পরিষ্কার পরিছন্নতা, ঔষধ সরবরাহ, দরিদ্র জনগোষ্ঠীর কিশোর-কিশোরীদের স্বাস্থ্য সেবা, অভিযোগ বক্স, আউটডোরে প্রতিদিনের ঔষধের চার্ট টানানো, আউটডোরে পর্যাপ্ত আসন ব্যবস্থা, হাসপাতালের ওয়ার্ডের শৌচাগার পরিষ্কার পরিছন্নতা রাখা, বিশেষজ্ঞ চিকিৎসকের পদায়নসহ নানা বিষয়ে তুলে ধরেন
সেবাপ্রার্থীরা।
এর জবাবে উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ এবাদুর রহমান বলেন, আমাদের চাহিদার তুলনায় জোগানের সীমাবদ্ধতা রয়েছে। জনবল সংকটের ফলে কর্তব্যরতের ওপর বাড়তি চাপ ভোগ করতে হচ্ছে। আগের তুলনায় হাসপাতালের সেবা ও সেবারমান যথেষ্ট বৃদ্ধি পেয়েছে যা অনেকেই স্বীকার করেছেন। বাজেট বরাদ্দের স্বল্পতায় এম্বুলেন্স সার্ভিসটা ঠিকমত করা যাচ্ছে। সীমাবদ্ধের মধ্যে থাকতে হচ্ছে আমাদের।
হাসপাতালে সেবারমান বৃদ্ধিসহ উত্থাপিত দাবীগুলো উর্ধ্বতন কতৃপক্ষের নজরে আনবেন বলেও আশ্বাস দেন তিনি।