কেন্দুুয়ায় ৬৬ বোতল মদসহ কারবারি আটক
মজিবুর রহমান:
নেত্রকোণার কেন্দুুয়ায় ৬৬ বোতল মদসহ মিন্টু রবিদাস (৪০) নামে এক কারবারিকে গ্রেপ্তার করেছে কেন্দুুয়া পুলিশ।
বৃহস্পতিবার (১১ জুলাই) বিকাল ৫টার দিকে কেন্দুুয়া-নেত্রকোণা সড়কের মাইজকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার আটক করা হয়।
মিন্টু কেন্দুুয়া পৌরশহরের কেন্দুুয়া বাজার এলাকায় রংলাল রবিদাসের ছেলে।
কেন্দুুয়া থানা সুত্রে জানা গেছে, ধৃত মিন্টু ৫০০ মিলি গ্রাম ওজনের ৬৬টি মদের বোতল বিশেষ একটি ব্যাগে করে সিএনজি দিয়ে কেন্দুুয়ার দিকে আসতে ছিল। বিষয়টি কেন্দুুয়া থানা পুলিশ গোপন সংবাদে খবর পেয়ে কেন্দুুয়া-নেত্রকোণা সড়কের নওপাড়া ইউপির মাইজকান্দি এলাকায় সিএনজিটির গতিরোধ করে তল্লাশী চালিয়ে মদের বোতল ভর্তি ব্যাগটি পায়। এসময় ব্যাগটির মালিকখানা মিন্টু দাবী করলে তাকেও আটক করা হয়।
মদসহ কারবারি মিন্টুকে আটকের বিষয়টি নিশ্চিত করে কেন্দুুয়া থানার ওসি এনামুল হক পিপিএম জানান, এঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।