কেন্দুুয়া পৌর কর্মচারীকে লাঞ্ছিত ও চাঁদাবাজির প্রতিবাদে কর্মবিরতি বিক্ষোভ
মজিবুর রহমান :
নেত্রকোণার কেন্দুুয়া পৌরসভার পরিষ্কার পরিচ্ছন্ন পরিদর্শক মো: শাহীন খানকে লাঞ্ছিত ও কেন্দুুয়া বাজার দোকানে চাঁদাবাজির প্রতিবাদে পৌর কর্মচারীরা দুইদিন ধরে এবং সকল প্রকার দোকানপাট বন্ধ করে আধাবেলা কর্মবিরতি কর্মসূচি পালন করেছে বাজারে ব্যবসায়ীরা।
বৃহস্পতিবার (৩১ আগষ্ট) পৌর কর্মচারীরা পৌরভবনের সামনে বসে অবস্থান কর্মবিরতি পালন করতে দেখা গেছে। অপরদিকে ব্যবসায়ীরা বাজারের বাহার মার্কেটে প্রতিবাদ সভা করেন।
এতে সভাপতিত্ব করেন বাজার কমিটি সভাপতি এনামূল হক ভূঁইয়া। বাজার কমিটি সম্পাদক কামরুল হাসান ভূঁইয়ার সঞ্চালনায় ব্যবসায়ী নেতৃবৃন্দসহ থানা ওসি আলী হোসেনও বক্তব্য রাখেন। ওসির বক্তব্যের অভিযুক্ত দোলনকে দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দেন। পরে ব্যবসায়ীরা পৌরশহরের বিক্ষোভ মিছিল করেন।
পৌর কর্মচারীকে লাঞ্ছিত ও সংঘটিত চাঁদাবাজির অভিযোগে বুধবার রাতে রিয়াদ হোসেন তালুকদার দোলন নামে সাবেক উপজেলা ছাত্রলীগের এক নেতার নামে কেন্দুুয়া থানায় মামলা রুজু হয়েছে। রিয়াদ হোসেন তালুকদার দোলন পৌরশহরের বাদেআঠারবাড়ি গ্রামের শাহজাহান তালুকদারের ছেলে।
পৌরসভার পরিষ্কার পরিচ্ছন্ন পরিদর্শক মো: শাহীন খান বাদী হয়ে রিয়াদ হোসেন তালুকদার দোলনকে প্রধান আসামী করে কেন্দুুয়া থানায় মামলা দায়ের করেন। সরকারি কর্মচারীকে মারধোরের অভিযোগে মামলাটি রুজু হয়েছে।
অপরদিকে বাজারের অপূর্ব নামে এক ব্যবসায়ী চাঁদাবাজির অভিযোগ এনে ওপর মামলাটি রুজু করেছেন। দুই মামলাতেই সাবেক ছাত্রলীগ নেতা রিয়াদ হোসেন তালুকদার দোলনকে প্রধান আসামী করা হয় এবং এজাহার নামীয়সহ অজ্ঞাত আসামীও রয়েছে।
সুত্র জানায়,মঙ্গলবার (২৯ আগষ্ট) রাত ১১ টার দিকে অভিযুক্ত দোলনের সাথে বাজারের বিকাশ এজেন্ট অপূর্ব মিয়া সাথে বাদানুবাদ
ঘটনা ঘটে । এসময় ডেঙ্গু মশক নিধনের জন্য পৌরশহরের ড্রেন পরিষ্কারের কাজে দ্বায়িত্ব পালনকালে পৌরসভার পরিষ্কার পরিচন্ন পরিদর্শক মো:শাহীন খানের ওপর হামলা চালিয়ে মারপিট করে রিয়াদ হোসেন তালুকদার দোলন গংরা।
বিষয়টি জানাজানি হলে বুধবার দিনভর পৌরশহরের চাপা উত্তেজনা বিরাজ করে। লাঞ্ছিত করার প্রতিবাদে পৌর কর্মচারীরা বুধবার থেকেই তারা কর্মবিরতির ঘোষণা করেন। আর ব্যবসায়ীরা বুধবার বিকালে তাদের কর্মসূচি ঘোষণা দেন। কর্মবিরতি পালন করায় পৌর বাসিন্দারা জরুরী সেবা থেকে যেমন বঞ্চিত হচ্ছেন। সকাল বেলা দোকানপাট বন্ধ থাকায় বেকায়দায় পড়েন পৌরবাসী ও বাজারে আগন্তুক ক্রেতাসাধারণরা।
পৌরসভার পরিষ্কার পরিচন্ন পরিদর্শক মো:শাহীন খান জানান,বিকাশ ব্যবসায়ী অপূর্ব সাথে দোলন ও লিটনসহ কয়েকজন মিলে তর্কে লিপ্ত হয়। এসময় সে আমাকে দেখেও ক্ষিপ্ত হয়ে আমার চেপে ধরে মারধোর করে। পরে স্থানীয়দের সহায়তায় তিনি প্রাণে রক্ষা পেয়েছেন বলেও জানান তিনি।
পৌর বাজার ব্যবসায়ী সভাপতি এনামূল হক ভূঁইয়া বলেন, দোলন বাজারের বিভিন্ন দোকান বাকি নিয়ে টাকা দেয় না এবং চাঁদাবাজিও করে। তার জ্বালায় ব্যবসায়ীরা অতিষ্ঠ। গত ২০১৪ সালে বাজারে বিকাশের এজেন্ট এনামূল হক নামে এক ব্যবসায়ীকে খুন করে টাকা লুট হওয়ার ঘটনা ঘটেছিল। ওই হত্যা মামলায় দোলনকে প্রধান আসামী করে থানায় মামলা হয়েছিল।
কেন্দুুয়া পৌরসভা শাহীন আলম জানান,আমরা সরকারি দ্বায়িত্ব পালন করতে গিয়ে যদি লাঞ্ছিত হতে হয় তাহলে সেবা দেব কেমনে। আমাদের সহকর্মীকে লাঞ্ছিত করার ঘটনা কোনভাবেই মেনে নিতে পারছিনা। আমরা কর্মবিরতি পালন করছি। দোলনকে গ্রেপ্তার না করা পর্যন্ত আমাদের এ কর্মসূচি চলবে। প্রয়োজনে আমারা আরো কঠোর কর্মসূচিতে যাবো। পৌরসভা মেয়র আসাদুল হক ভূঁইয়া জানান,ডেঙ্গু মশক নিধনের জন্য পৌরশহরের সকল ড্রেন পরিষ্কার করা হচ্ছে। দিনের বেলায় দোকানপাট খোলা থাকে যেকারণে ড্রেন পরিষ্কারের কাজটা রাতেই করতে হয়। এই কাজে তদারকি দ্বায়িত্বে ছিল শাহীন খান।
বিকাশের ব্যবসায়ীর সাথে তর্কাতর্কি মাঝেই শাহীন খানকে মারধোর শুরু করে। তিনি এঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। অনতিবিলম্বে অভিযুক্ত দোলনকে গ্রেপ্তারেরও দাবী জানান।
এব্যাপারে কেন্দুুয়া থানা ওসি আলী হোসেন পিপিএম জানান,মঙ্গলবার রাতে ঘটনায় সরকারি কর্মচারীকে মারধোর ও চাঁদাবাজির অভিযোগে বুধবার রাতে দু’টি মামলা হয়েছে। আসামীদের ধরতে এলাকায় অভিযান চালানো হচ্ছে বলেও জানান তিনি।